TRENDING:

মার্চ মাসে জন্ম যাঁদের, তাঁরা কেমন মানুষ? জানলে একেবারে আশ্চর্য হবেন

Last Updated:
March Born: মার্চ মাস মানে বসন্তকাল। এই সময় প্রকৃতির যে রূপ, তা আমাদের সবারই কম-বেশ খুব পছন্দের। এই মাসে জন্মানো জাতকদের মধ্যেও দারুণ কিছু বৈশিষ্ট দেখা যায়। জানলে আপনিও কিছু অবাক হবেন।
advertisement
1/8
মার্চ মাসে জন্ম যাঁদের, তাঁরা কেমন মানুষ? জানলে একেবারে আশ্চর্য হবেন
মার্চ মাস মানে বসন্তকাল। এই সময় প্রকৃতির যে রূপ, তা আমাদের সবারই কম-বেশ খুব পছন্দের। এই মাসে জন্মানো জাতকদের মধ্যেও দারুণ কিছু বৈশিষ্ট দেখা যায়।
advertisement
2/8
অ্যালবার্ট আইনস্টাইন থেকে ভিনসেন্ট ভ্যানগখ, বহু নামী ব্যক্তির জন্মের মাস কিন্তু এই মার্চ।
advertisement
3/8
মার্চের জাতকরা বড় বড় সংস্থার উঁচু পদে চাকরি করতে পারেন। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
4/8
মার্চ মাসে জন্ম যাঁদের তাঁরা সব সময় আশাবাদী। কঠিন সময়েও তাঁদের মধ্যে হতাশ আসে না। সব সময় পজিটিভ চিন্তাভাবনা করতে ভালবাসেন।
advertisement
5/8
মার্চ মাসের জাতকদের মধ্যে অন্যকে অনুপ্রাণিত করার গুণ থাকে। সাহসী হন তাঁরা। কখনও কোনও কাজে ঝুঁকি নিতে ভয় পান না।
advertisement
6/8
মার্চ মাসের জাতকদের মধ্যে দয়া, মায়া, মমতা থাকে। তাঁরা পরের দুঃখে নিজের সাধ্যমতো সাাহায্য করতে চান।
advertisement
7/8
অ্যাডভেঞ্চার-প্রিয় হন তাঁরা। অন্যের কথায় খুব একটা কান দেন না। নিজের কাজ করতে ভালবাসেন।
advertisement
8/8
মার্চ মাসের জাতকরা বিশ্বাসী হন। তাঁদের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন। বন্ধু হিসেবে তাঁরা বেশ বিশ্বাসযোগ্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মার্চ মাসে জন্ম যাঁদের, তাঁরা কেমন মানুষ? জানলে একেবারে আশ্চর্য হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল