Manmohan Singh: জীবনের বেশিরভাগ সময়ে নীল পাগড়ি পরতেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য? জেনে নিন...
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে বেশির ভাগ সময়ই দেখা যেত নীল পাগড়ি পরে। কিন্তু কেন নীল পাগড়ি পরতেন দেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী? জানিয়েছিলেন মনমোহন নিজেই।
advertisement
1/8

দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন৷
advertisement
2/8
বর্ষীয়ান ও অভিজ্ঞ এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত কারণে আগে থেকেই নানাা অসুস্থতায় ভুগছিলেন৷ শারীরিক অবস্থার অবনতির হওয়ায় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তড়িঘড়ি তাঁকে এমস হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ১০টা নাগাদ তিনি প্রয়াত হন৷
advertisement
3/8
প্রাক্তন প্রধানমন্ত্রীকে বেশির ভাগ সময়ই তাঁকে নীল পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যেত৷ কিন্তু কেন? সে কথা জানিয়েছিলেন মনমোহন নিজেই৷
advertisement
4/8
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, নীল রঙ পরার নেপথ্যে নির্দিষ্ট কোনও কারণ নেই৷ তবে নীল তাঁর সবচেয়ে পছন্দের রঙ৷ তিনি জানিয়েছিলেন, কেমব্রিজে পড়াশোনার সময়তেও সবসময় নীল রঙের পাগড়ি পরে থাকতেন৷ তাই বন্ধুরা মজা করে তাঁর নাম দেন, ‘ব্লু টারবান’ বা নীল পাগড়ি৷
advertisement
5/8
২০০৬ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরেট অফ ল’ ডিগ্রি অর্জন করেছিলেন৷ অনেকেই দাবী করেছিলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রঙ নীল৷সেই বিশ্ববিদ্যালের প্রতি সম্মান জানাতেই নাকি তিনি নীল রঙের পাগড়ি পরতে ভালবাসতেন৷
advertisement
6/8
মনমোহনের প্রয়াণে রাজনৈতিক জল নির্বিশেষে সকলেই গভীর শোকপ্রকাশ করেছেন৷ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও বহু গুণিজনেরা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন৷তাঁর প্রয়াণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র৷
advertisement
7/8
এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন।
advertisement
8/8
‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকে, সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হয় না৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Manmohan Singh: জীবনের বেশিরভাগ সময়ে নীল পাগড়ি পরতেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য? জেনে নিন...