রোদে শুকোতে দিলেই গায়েব মেয়েদের অন্তর্বাস! ২ বছর ধরে হচ্ছেটা কী...! শেষে CCTV তে ধরা পড়ল 'সিক্রেট'
- Published by:Tias Banerjee
Last Updated:
রোদে শুকোতে দিলেই গায়েব মেয়েদের অন্তর্বাস! কর্পোরেশনের প্রশিক্ষণকেন্দ্রে ২ বছর ধরে চলছিল এই কাণ্ড... তার পর যা দেখা গেল!
advertisement
1/7

রোদে শুকোতে দিলেই গায়েব হয়ে যাচ্ছে মেয়েদের অন্তর্বাস! এ কী কাণ্ড! কোথায় যাচ্ছে প্রতিদিনের শুকোতে দেওয়া পোশাক? ২ বছর ধরে এমন চলার পর রুখে দাঁড়ালেন মেয়েরা। তার পর সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল...ভাবতেও পারবেন না! (Representative Image: AI)
advertisement
2/7
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরগুজা জেলার মাইনপাটে অবস্থিত ভেদান্ত স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত প্রশিক্ষণকেন্দ্রে। (Representative Image: AI)
advertisement
3/7
এই কেন্দ্রে প্রতি ব্যাচে ৩ মাস ধরে ৪৫ থেকে ৫০ জন মেয়েকে সেলাই শেখানো হয়। গত দুই বছর ধরে মেয়েরা লক্ষ্য করছিলেন, তাঁরা শুকাতে দিলে তাঁদের অন্তর্বাস মাঝেমধ্যে নিখোঁজ হয়ে যাচ্ছে। (Representative Image: AI)
advertisement
4/7
প্রশিক্ষকরা প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ করলেও, প্রমাণ না থাকায় পুলিশে অভিযোগ জানানো হয়নি। কিন্তু শেষপর্যন্ত অতিষ্ঠ হয়ে প্রশিক্ষণকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তাতেই ধরা পড়ে অবাক কাণ্ড! (Representative Image: AI)
advertisement
5/7
দেখা যায়, সেলাই শেখার জন্য আসা মেয়েদের শুকোতে দেওয়া অন্তর্বাস গোপনে চুরি করত এক যুবক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য— ধীরে ধীরে এসে অন্তর্বাস তুলে নিয়ে যাচ্ছে অভিযুক্ত। (Representative Image: AI)
advertisement
6/7
সিসিটিভি ফুটেজ সামনে আসতেই কামলেশ্বরপুর থানায় খবর দেন প্রশিক্ষক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে। আপাতত চুরির মোট পরিমাণ ও যুবকের মানসিক অবস্থা নিয়েও তদন্ত চলছে। (Representative Image: AI)
advertisement
7/7
ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে উঠে এল এমনই এক আজব চুরির কাহিনি। ২ বছর ধরে গোপনে মেয়েদের অন্তর্বাস চুরি করছিল এক যুবক। অবশেষে সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই ফাঁস হল কাণ্ড। চুরি হত ভেদান্ত স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রশিক্ষণকেন্দ্র থেকে। পুলিশ তদন্ত শুরু করেছে। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রোদে শুকোতে দিলেই গায়েব মেয়েদের অন্তর্বাস! ২ বছর ধরে হচ্ছেটা কী...! শেষে CCTV তে ধরা পড়ল 'সিক্রেট'