রেললাইনে 'খটখট' আওয়াজ! সেদিকেই ছুটে যাচ্ছিল ট্রেন...যুবক সঙ্গে সঙ্গে যা করলেন, গায়ে কাঁটা দেওয়ার মতো!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways: যাঁরা শুনেছেন, তাঁরা পাত্তা দেননি। কিন্তু এক যুবক থেমে গেলেন। ছুটে গেলেন লাইনের দিকে। যা তিনি দেখলেন, তাতে গায়ের লোম খাড়া হয়ে যায়। রেল লাইনের সংযোগস্থলে একাধিক নাট-বল্টু খোলা!
advertisement
1/8

Indian Railways: আলিপুরদুয়ার-কোচবিহার রেলপথ। এক নিঃশব্দ দুপুর। হঠাৎ ট্রেন যাওয়ার পর রেললাইনের বুক চিরে ভেসে এল এক অদ্ভুত খটখট শব্দ। যেন কিছু একটা ঠিক নেই।
advertisement
2/8
যাঁরা শুনেছেন, তাঁরা পাত্তা দেননি। কিন্তু এক যুবক থেমে গেলেন। ছুটে গেলেন লাইনের দিকে। যা তিনি দেখলেন, তাতে গায়ের লোম খাড়া হয়ে যায়!
advertisement
3/8
রেল লাইনের সংযোগস্থলে একাধিক নাট-বল্টু খোলা! মুহূর্ত আগে যে পথে ছুটে গেল মালগাড়ি, ঠিক সেই লাইনে।
advertisement
4/8
ঘটনাটি ঘটে কালজানি রেল ব্রিজের ঠিক কাছাকাছি। ট্রেন যাওয়ার পর হঠাৎ খটখট শব্দ শুনে লাইনের দিকে নজর যায় স্থানীয় বাসিন্দা ও তরুণ যুবক ভাস্কর চন্দর। লাইনের সংযোগস্থলে ছুটে গিয়ে তিনি দেখেন, বেশ কয়েকটি নাট-বল্টু খোলা অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
5/8
ঝুঁকি বুঝে মুহূর্তও সময় নষ্ট না করে তিনি ফেসবুক লাইভ শুরু করেন এবং সেই লাইভে খুলে থাকা রেল সংযোগ অংশটি স্পষ্টভাবে তুলে ধরেন। তাঁর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় দ্রুত। যা চোখে পড়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্তাদের।
advertisement
6/8
রেলের তরফে দ্রুত কর্মীদের পাঠানো হয় ঘটনাস্থলে। নাট-বল্টু নতুন করে লাগিয়ে রেললাইন মেরামত করা হয় দ্রুত। বিপজ্জনক অংশ মজবুত করার পরেই স্বাভাবিক হয় রেল চলাচল।
advertisement
7/8
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাস্করের তাৎক্ষণিক বুদ্ধি ও সাহস না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। নিয়মিত এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল করে। যে কোনও সময় ঘটে যেতে পারত ভয়াবহ ঘটনা।
advertisement
8/8
রেলের এক আধিকারিক জানিয়েছেন, "রেল সংযোগে কোনও সমস্যা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। এই ধরনের দায়িত্বশীল নাগরিক সমাজ আমাদের জন্য আশীর্বাদ। যুবকের সাহস ও তৎপরতায় আমরা কৃতজ্ঞ।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রেললাইনে 'খটখট' আওয়াজ! সেদিকেই ছুটে যাচ্ছিল ট্রেন...যুবক সঙ্গে সঙ্গে যা করলেন, গায়ে কাঁটা দেওয়ার মতো!