Marriage: জোর করে পণ দিয়েছে শ্বশুরবাড়ি, মামলা ঠুকলেন জামাই! অভিযোগ শুনে কী বলল আদালত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নয়াদিল্লিতে বিয়েকে কেন্দ্র করে এমন একটি অভিনব ঘটনা সামনে এসেছে, যা সচরাচর শোনা যায় না
advertisement
1/6

সাধারণত পাত্রপক্ষের পণের দাবিকে কেন্দ্র করে বিয়ের আগে পর কনে পক্ষের সঙ্গে বিবাদ, বচসা হয়৷ অনেক ক্ষেত্রে সেই বিবাদ আদালতেও গড়ায়৷
advertisement
2/6
কিন্তু নয়াদিল্লিতে বিয়েকে কেন্দ্র করে এমন একটি অভিনব ঘটনা সামনে এসেছে, যা সচরাচর শোনা যায় না৷ এ ক্ষেত্রে আদালতে মামলা করে এক ব্যক্তি অভিযোগ করেছেন, জোর করে শ্বশুরবাড়ি থেকে তাঁকে পণ দেওয়া হয়েছে৷
advertisement
3/6
ওই ব্যক্তির অভিযোগ, তিনি না চাওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ি থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু দফায় ২৫ হাজার এবং ৪৬,৫০০ টাকা জমা করা হয়৷ ২০২২ সালের জুলাই মাসে প্রথমে এই মামলা করেন ওই ব্যক্তি৷
advertisement
4/6
যদিও প্রথমে আদালত এই মামলা খারিজ করে দিয়ে জানায়, এই মামলার কোনও সারবত্ত্বা নেই৷ তবে পণ দেওয়া বা নেওয়া যে আইন বিরুদ্ধে, তা জানিয়ে দেয় আদালত৷
advertisement
5/6
ওই ব্যক্তি অবশ্য আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সেশন কোর্টে মামলা দায়ের করেন৷ যদিও সেই আবেদনও খারিজ করে দেয় আদালত৷ বিচারক জানিয়ে দেন, সত্যিই পণ দেওয়া না নেওয়া হয়েছে কি না, তার কোনও প্রমাণ নেই৷
advertisement
6/6
অন্যদিকে ওই ব্যক্তির শ্বশুরবাড়ির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, জামাইয়ের বিরুদ্ধে তারা আগেই গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছিলেন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Marriage: জোর করে পণ দিয়েছে শ্বশুরবাড়ি, মামলা ঠুকলেন জামাই! অভিযোগ শুনে কী বলল আদালত?