Maha Shivratri: আজ মহা শিবরাত্রি, এই মন্ত্র পাঠে হবে বিপদ থেকে মুক্তি, কী করবেন আর কী করবেন না জেনে নিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আজ মহা শিবরাত্রি (Maha Shivratri)৷ পুজোর প্রস্তুতি নিশ্চিতভাবে সারা হয়ে গেছে৷ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ব্রত পালন৷ তার আগে জেনে নিন কোন মন্ত্র পাঠ করলে জীবনের সব দুঃখ কেটে মহাদেবের আশিষ নেমে আসবে
advertisement
1/6

আজ মহা শিবরাত্রি (Maha Shivratri)৷ পুজোর প্রস্তুতি নিশ্চিতভাবে সারা হয়ে গেছে৷ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে ়যাবে ব্রত পালন৷ তার আগে জেনে নিন কোন মন্ত্র পাঠ করলে জীবনের সব দুঃখ কেটে মহাদেবের আশিষ নেমে আসবে পুণ্যার্থীদের ওপর৷ শিব স্তুতি মন্ত্র হল ওম নমঃ শম্ভবায়চ ময়োভবায়চ নমঃ শঙ্করায়চ ময়স্করায়চ নমঃ শিবায়চ শিবতরায়চ৷
advertisement
2/6
মহা শিবরাত্রির (MahaShivratri) পুজো বিধি শুভ মুহূর্তে ভগবান শিবের (Shiv) মন্দিরে যান, তারপর ঘরে ফিরে পুজোর ব্যবস্থা করুন৷ স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, পুজো স্থানে বসুন, হাতে জল, ফুল নিয়ে মহা শিবরাত্রি (Maha Shivratri 2022) পুজোর সঙ্কল্প করুন৷
advertisement
3/6
প্রথমে শিবলিঙ্গে (Mahadev) গঙ্গাজল দিয়ে পরে গরুর দুধ দিয়ে অভিষেক করুনষ এরপরে সাদা চন্দন লাগান, সাদা ফুল, আকন্দ ,ভাঙ, ধুতরো ফুল, বেল পাতা অর্পণ করুন৷ বেল পাতার চকচকে দিকটি শিব লিঙ্গে স্পর্শ করিয়ে রাখতে হয়৷
advertisement
4/6
শিব লিঙ্গ মধু, ঘি, চিনি ভস্ম দিতে পারেন৷ এরপর মহাদেবকে বস্ত্র অর্পণ করতে হবে৷ মহাদেবের ভোগে দিতে পারেন মালপোয়া, ঠাণ্ডাই, লস্যি, হালুয়া, মাখনের মতো দ্রব্য৷ এরপর শিব চালিশা পাঠ করুন৷ ব্রতের সময় চিত্রভানুর মহা শিবরাত্রি কথা পাঠ করুন ও শ্রবণ করুন৷ এই ব্রত শুনলে পাপ , কষ্ট, রোগ দোষ নাশ হবে৷
advertisement
5/6
নারকেল, তুলসী, সিঁদুর , শঙ্কের ব্যবহার শিব পুজোয় একেবার বর্জিত৷ এটা অতি অবশ্যই মাথায় রাখুন নইলে বিশাল ক্ষতি হতে পারে৷ মহাদেবের অর্চনার সময় মাতা গৌরী, গণেশ, কার্তিকেয় এবং নদীদের পুজোও করে নিন৷
advertisement
6/6
এরপর ঘিয়ের দীপক বা কর্পূরের দীপক দিয়ে মহাদেবের আরতি করুন৷ শিবের মন্ত্রপাঠ করুন৷ পূজোয় কোনও অনাচার বা ভুল হয়ে গেলে মহাদেবের কাছে ক্ষমা চান৷ এই ভাবে বিধি মেনে মহাদেবের অর্চনা করুন৷ রুদ্রাভিষেক করানোর জন্য জ্যোতিষাচার্যের পরামর্শও নিতে পারেন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Maha Shivratri: আজ মহা শিবরাত্রি, এই মন্ত্র পাঠে হবে বিপদ থেকে মুক্তি, কী করবেন আর কী করবেন না জেনে নিন