Maha Shivratri: শিবের মাথায় চার প্রহর জল ঢাললে তবেই পূর্ণ হবে মনোস্কামনা, জেনে নিন কোন কোন সময়ে ঢালবেন জল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহা শিবরাত্রির তারিখ ও সময় (Maha Shivratri 2022 Date and Time) আর জেনে নিন চার প্রহর
advertisement
1/5

#কলকাতা: মহা শিবরাত্রি ২০২২ (Maha Shivratri 2022) তারিখ, পূজার সময় (Date and Time)- মহাদেবের জন্য নিবেদিত একটি দিন৷ শিব ধ্বংসের দেবতা এবং সৃষ্টিরও দেবতা৷ শিবলিঙ্গ হচ্ছে শিব ও শক্তির মিলন, যা গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে৷
advertisement
2/5
দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১ মার্চ রাত ৩.১৬ তে৷ আর মহা শিবরাত্রি তিথি শেষ হচ্ছে ২ মার্চ রাত ১ টা তে৷ মহাদেবের অর্চনার সময়৷ শিব পুজো করা হয় নিশীথ কাল বা মাঝরাতে৷ তাই পুজোর সময় মার্চের ২ তারিখের মধ্যরাতে ১২.০৮ থেকে ১২.৫৮ অবধি৷ পুজো নিবেদনকারীরা চার প্রহরে এই পুজো আয়োজন করেছে৷
advertisement
3/5
প্রহর ১- সন্ধ্যা ৬.২১ - রাত ৯.২৭ (১ মার্চ) প্রহর ২- রাত ৯.২৭ - রাত ১২.৩৩ (২ মার্চ) প্রহর ৩- রাত ১২.৩৩ থেকে ভোররাত ৩.৩৯ (২ মার্চ) প্রহর ৪- ভোর রাত ৩.৩৯ থেকে সকাল ৬.৪৫ (২ মার্চ)
advertisement
4/5
এই বিশেষ দিনে শ্রদ্ধালুরা উপবাস রাখেন৷ মহাদেবের আরাধনা করে তাঁর কাছে আশীর্বাদ প্রার্থণা করেন৷ দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি শিবরাত্রির চতুর্দশী তিথি পালনের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন একবার খাবার গ্রহণ করতে হয়৷ সকালের সব নিয়ম পালন করে সঙ্কল্প করতে হয়৷ পুরো ব্রত পালনের পরদিন খাবার গ্রহণ করতে হয়৷
advertisement
5/5
মহা শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে হয়৷ অবিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন যাতে তাঁরা শিবের মতো স্বামী পান৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Maha Shivratri: শিবের মাথায় চার প্রহর জল ঢাললে তবেই পূর্ণ হবে মনোস্কামনা, জেনে নিন কোন কোন সময়ে ঢালবেন জল