Maghi Purnima 2023 : এ বছর পুণ্যতিথি মাঘী পূর্ণিমা কবে পড়েছে? কত ক্ষণ থাকবে সেদিন পূর্ণিমা, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Maghi Purnima 2023 : মঘা পূর্ণিমা বা মাঘী পূর্ণিমায় পুণ্যতোয়া গঙ্গা বা অন্য নদীতে স্নান করেন পুণ্যার্থীরা৷
advertisement
1/5

সনাতনী দিনপঞ্জিতে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষণ হল মাঘী পূর্ণিমা৷ মাঘ মাসের পূর্ণিমা তিথিকে পুণ্যক্ষণ বলে ধরে নেওয়া হয়৷ পুণ্যস্নান করার পাশাপাশি মাঘমাসে বিভিন্ন নিয়মও পালন করা হয়৷ মঘা পূর্ণিমা বা মাঘী পূর্ণিমায় পুণ্যতোয়া গঙ্গা বা অন্য নদীতে স্নান করেন পুণ্যার্থীরা৷
advertisement
2/5
চলতি বছর ৪ ফেব্রুয়ারি রাত ৯ টা ২৯ মিনিটে শুরু হবে মাঘী পূর্ণিমা তিথি৷ এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত৷ সূর্যোদয়ের সময় পূর্ণিমা থাকবে বলে ৫ ফেব্রুয়ারি, রবিবারই পালিত হবে মাঘী পূর্ণিমা তিথি৷
advertisement
3/5
রবিবার মাঘী পূর্ণিমা তিথিতে আয়ুষ্মান যোগ রয়েছে সকাল ৭ টা থেকে দুপুর ২টো ৪১ মিনিট পর্যন্ত৷ সৌভাগ্যযোগ রয়েছে তার পরের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ টো ৪১ মিনিট থেকে ৩ টে ২৫ মিনিট পর্যন্ত৷
advertisement
4/5
মাঘী পূর্ণিমা তিথিতে কাকভোরে পুণ্যনদীতে স্নান করা হয় পুণ্যসঞ্চয়ের জন্য৷ তার পর সূর্যমন্ত্র স্তব করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়৷ স্নানের পর সারা দিন উপবাস পালন করা হয়৷
advertisement
5/5
পুণ্য সঞ্চয়ের জন্য এই তিথিতে দানধ্যানও করা হয় দরিদ্রদের মধ্যে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Maghi Purnima 2023 : এ বছর পুণ্যতিথি মাঘী পূর্ণিমা কবে পড়েছে? কত ক্ষণ থাকবে সেদিন পূর্ণিমা, জানুন