জীবন সংস্করণই হোক বা ভাল ভাবে বাঁচা, প্রতিটি পদক্ষেপেই অনুপ্রেরণা মা সারদা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তিনি সতেরও মা, অসতেরও মা
advertisement
1/5

দয়া হোক বা করুণা সারদা মা তাঁর জীবন দিয়ে রক্ষা করেছেন সমাজ সংসারকে ৷ মায়ের কৃপায় সংসার অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে ৷
advertisement
2/5
জীবনের প্রতিটি মুহূর্তেই মায়ের আত্মত্যাগ পথ চলার পাথেয় ৷ সন্তানের প্রতি মায়ের এই আত্মত্যাগ সারা বিশ্বে এক দৃষ্টান্ত হয়ে থাকবে চিরদিনই ৷
advertisement
3/5
জয়রামবাটির সারদামণি সবার সারদা মা ৷ নারী শিক্ষা থেকে শুরু করে নারীর আত্মমর্যাদার নতুন পাঠ দিয়েছেন ৷ তবে শুধুই নারীই নন তাঁর ছেলেদেরকেও মা সমান ভাবে ভালবেসেছেন ৷ মায়ের কৃপাতেই জীবনের দিশা ফিরে পেয়েছেন সবাই ৷
advertisement
4/5
সারদা মা একদমই মুখে বলা মা নন, গুরুপত্নী বা পাতানো মাও নন, তিনি সত্যিকারের মা ৷
advertisement
5/5
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যোগ্যতম সহধর্মিনী তিনি ৷ ঠাকুরের চিন্তাভাবনা রূপায়ন করে ঘরে ঘরে নিজেকে জগজ্জননী রূপে প্রতিষ্ঠা করেছেন ৷