TRENDING:

এই রাশির উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে

Last Updated:
কয়েকটি রাশি রয়েছে, যাঁদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় । যাঁদের ভাগ্যবলে বদলে যেতে পারে আপনার ভাগ্যও---
advertisement
1/6
এই রাশির উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে
• মা লক্ষ্মীকে কে না খুশি করতে চায় । তার আশীর্বাদেই তো পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের সংসার । সুখ-সমৃদ্ধিতে ভরে যায় জীবন ।
advertisement
2/6
• তাই মায়ের আশীর্বাদ পেতে সকলেই মুখিয়ে থাকে । কয়েকটি রাশি রয়েছে, যাঁদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় । সে গুলি হল--
advertisement
3/6
• বৃষ- এই রাশির জাতকরা সর্বদা ভাগ্যবান হয় । এঁদের অর্থের অভাব প্রায় থাকে না । এই রাশির গ্রহ রাশি হল শুক্র । শুক্রকে বৈদিক জ্যোতিষে সুখ, সম্পদ, ঐশ্বর্য্যের একটি উপাদান হিসাবে গণ্য করা হয় ।
advertisement
4/6
• কর্কট- এই রাশির উপরেও থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ । এরা খুব পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ মানুষ হন । এঁদের ধনী হওয়ার সুযোগ থাকে ।
advertisement
5/6
• সিংহ- এই রাশির জাতক-জাতিকাও হন অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ । তাঁরা উন্নতির শিখরে উঠতে কঠিন পরিশ্রম করেন । এই রাশিও মা লক্ষ্মীর কৃপাধন্য ।
advertisement
6/6
• বৃশ্চিক- এঁদের মধ্যে বিপুল অর্থ উপার্জন করার আকাঙ্খা থাকে । এই রাশির জাতিকও খুবই পরিশ্রমী হয় । তাঁরা কখনও আর্থিক সমস্যার মুখোমুখি হয় না ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই রাশির উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল