LPG Cylinder: গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
LPG Cylinder: এমন প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে যে সিলিন্ডারের আকার কেন গোলাকার হয়।
advertisement
1/8

গ্যাসের সিলিন্ডারের আকৃতি গোলাকার হয়। ছোট থেকে বড় বিভিন্ন ওজনের গ্যাসের সিলিন্ডারের আকৃতি সবসময় এক রকম দেখা যায়।
advertisement
2/8
এমন প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে যে সিলিন্ডারের আকার কেন গোলাকার হয়। কারণ, আরও বিভিন্ন রকমের আকৃতির সিলিন্ডার আমরা সাধারণত দেখতে পারি না।
advertisement
3/8
এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ। সাধারণত, একটি সিলিন্ডারে প্রচুর পরিমাণে গ্যাস ভর্তি করা হয়ে থাকে। এই কারণে সিলিন্ডারের ভিতরে প্রচুর চাপ উৎপন্ন হয়।
advertisement
4/8
কিন্তু এই সিলিন্ডার যদি বর্গাকৃতি হত, তাহলে এর চাপ সহ্য করার ক্ষমতা খুব বেশি থাকত না। ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারত।
advertisement
5/8
সিলিন্ডার গোলাকৃতি আকৃতি হওয়ায় এর উপরে যতখুশি চাপ প্রয়োগ করা যায়। ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না।
advertisement
6/8
গোলাকৃতি আকৃতি হওয়ায় প্রয়োজন মতো গ্যাস কিংবা তরল সিলিন্ডারে প্রবেশ করানো যায়।
advertisement
7/8
এর পাশাপাশিও আরও বেশ কিছু কারণ রয়েছে। সিলিন্ডার বয়ে নিয়ে যেতে হয়। উঁচু বিল্ডিং থেকে শুরু করে গৃহস্থের বাড়িতেও সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় থাকে।
advertisement
8/8
গোলাকৃতি আকৃতি হওয়ায় সিলিন্ডার বেশ পরিবহণযোগ্য। ফলে নিয়ে যাওয়ার সময়ে খুব বেশি সমস্যায় পড়তে হয় না কর্মীদের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
LPG Cylinder: গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না