TRENDING:

LPG Cylinder: গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না

Last Updated:
LPG Cylinder: এমন প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে যে সিলিন্ডারের আকার কেন গোলাকার হয়।
advertisement
1/8
গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না
গ্যাসের সিলিন্ডারের আকৃতি গোলাকার হয়। ছোট থেকে বড় বিভিন্ন ওজনের গ্যাসের সিলিন্ডারের আকৃতি সবসময় এক রকম দেখা যায়।
advertisement
2/8
এমন প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে যে সিলিন্ডারের আকার কেন গোলাকার হয়। কারণ, আরও বিভিন্ন রকমের আকৃতির সিলিন্ডার আমরা সাধারণত দেখতে পারি না।
advertisement
3/8
এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ। সাধারণত, একটি সিলিন্ডারে প্রচুর পরিমাণে গ্যাস ভর্তি করা হয়ে থাকে। এই কারণে সিলিন্ডারের ভিতরে প্রচুর চাপ উৎপন্ন হয়।
advertisement
4/8
কিন্তু এই সিলিন্ডার যদি বর্গাকৃতি হত, তাহলে এর চাপ সহ্য করার ক্ষমতা খুব বেশি থাকত না। ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারত।
advertisement
5/8
সিলিন্ডার গোলাকৃতি আকৃতি হওয়ায় এর উপরে যতখুশি চাপ প্রয়োগ করা যায়। ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না।
advertisement
6/8
গোলাকৃতি আকৃতি হওয়ায় প্রয়োজন মতো গ্যাস কিংবা তরল সিলিন্ডারে প্রবেশ করানো যায়।
advertisement
7/8
এর পাশাপাশিও আরও বেশ কিছু কারণ রয়েছে। সিলিন্ডার বয়ে নিয়ে যেতে হয়। উঁচু বিল্ডিং থেকে শুরু করে গৃহস্থের বাড়িতেও সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় থাকে।
advertisement
8/8
গোলাকৃতি আকৃতি হওয়ায় সিলিন্ডার বেশ পরিবহণযোগ্য। ফলে নিয়ে যাওয়ার সময়ে খুব বেশি সমস্যায় পড়তে হয় না কর্মীদের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
LPG Cylinder: গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল