TRENDING:

যেভাবে ভগবান বিষ্ণুর দশ অবতারে রক্ষা পেয়ে থাকে সমাজ সংসার

Last Updated:
advertisement
1/10
যেভাবে ভগবান বিষ্ণুর দশ অবতারে রক্ষা পেয়ে থাকে সমাজ সংসার
হিন্দু পুরাণে বর্ণিত আছে ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কে ৷ মৎস, কূর্ম, বরাহ, রাম, বলরাম, পরশুরাম, নৃসিংহ, বুদ্ধ, বামণ, কল্কি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/10
তখন সত্য যুগের শেষলগ্ন । একের পর এক সৃষ্টি করে ব্রহ্মা ক্লান্ত । তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন | তাঁর নাক ডাকার আওয়াজ থেকে সৃষ্ট হল দৈত্য হয়গ্রীবা | সে ঠিক করেছিল‚ শুধু হয়েছিল মহাপ্রলয় ৷ প্রলয়ে হাত থেকে মুক্তি দিতেই মৎস অবতারে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/10
কূর্ম অবতারেই ভগবান বিষ্ণুর সমুদ্র মন্থনের সময়ে বিপুল ধন-সম্পত্তি নিয়ে মর্তে এসেছিলেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/10
পুরাণ মতে ভগবান বিষ্ণুর তিন নম্বর অবতার বরাহ এক মহিষাসুর হিরণ্যয়ক্ষ পৃথিবীকে সমুদ্রে লুকিযে রেখে ছিল তখনই প্রজাপতি ব্রহ্মার নাক থেকেই ভগবান বিষ্ণুর ভগবান নাক থেকে জন্ম নিযেছিলেন বিষ্ণুর এই বরাহ অবতার ৷
advertisement
5/10
ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে দৈত্য হিরণ্যকোশিপু করে বধ করেছিলেন ৷ যখন সারা পৃথিবীতে প্রলয শুরু করেছিল অত্যাচারী হিরণ্যকোশিপু ৷ প্রহ্লাদকে রক্ষা করতেই হিরণ্যকোশিপুকে বধ করেছিলেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/10
বামণ অবতারে ভগবান বিষ্ণু দেবমাতা অদিতির গর্ভে জন্ম নিয়েছিলেন ৷ দৈত্যদের তাণ্ডবে যখন অতিষ্ঠ হযে পড়েছিল দেবকূল ঠিক তখনই বামণ অবতারে জন্ম নিয়ে ছিলেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/10
ভগবান বিষ্ণু মাতা কৌশল্লার গর্ভে রাম রূপে জন্মগ্রহণ করে ছিলেন তিনি ৷ পরে রাবণের বধও করেছিলেন রামচন্দ্র ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/10
দ্রাপরে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতার নিয়ে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন ৷ শ্রীকৃষ্ণই ভগবান বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ অবতার ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/10
বলরাম শ্রীকৃষ্ণের বড়ভাই এই অবতারে প্রবল শক্তির পরিচয় পাওয়া গিয়েছে বিষ্ণুর এই অবতারে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/10
ভগবান বিষ্ণুর কলিযুগের অবতার কল্কি ৷ পুরাণ অনুসারে উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন ভগবান বিষ্ণুর এই অবতার কল্কি ৷ সমাজ সংসার থেকে পাপী মানুষ দূর করতেই বিষ্ণুর এই অবতারের আগমন ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
যেভাবে ভগবান বিষ্ণুর দশ অবতারে রক্ষা পেয়ে থাকে সমাজ সংসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল