কোন জায়গার নাম উল্টো লিখলেও সোজা দেখায়? তাও আবার ৩টি ভাষাতেই! রয়েছে আমাদের কাছেই!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Which Indian city name look straight if written upside down in 3 languages: ভারতে এমন একটি শহর রয়েছে যে শহরের নাম সোজা অথবা উল্টো যেভাবে লিখবেন একই হবে? সেই শহরের নাম কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই।
advertisement
1/7

বর্তমানে প্রতিযোগিতার বাজার। চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। ফলে নিজেকে সঠিকভাবে তৈরি করা খুব দরকার।
advertisement
2/7
বিশেষ করে সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জ্ঞান খুবই প্রয়োজন।
advertisement
3/7
এছাড়াও বর্তমানে চাকরির পরীক্ষাগুলিতে বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরেছি আমরা।
advertisement
4/7
আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষা থেকে তা গৃহীত হয়েছে। বর্তমানে তা চলতি শব্দে পরিণত হয়েছে।
advertisement
5/7
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়েছেন অনেকেই। কিন্তু একটি বুদ্ধি খরচ করলেই এর উত্তর দেওয়া সম্ভব। আরও একবার ভেবে দেখুন।
advertisement
6/7
এবার আসা যাক উত্তরে। ওড়িশা রাজ্যের কটক শহরের নাম উল্টো লিখলেও সোজা দেখাবে। তাও আবার একটিব, দুটি নয় ৩টি ভাষাতে।
advertisement
7/7
তবে হিন্দি, ইংরেজি, বাংলাতে নয়। কটকের নাম উল্টো লিখলেও সোজা দেখাবে বাংলা, হিন্দি, উড়িয়া ভাষায়। সোজা বা উল্টো যেইভাবেই লিখবেন তা একই দেখাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কোন জায়গার নাম উল্টো লিখলেও সোজা দেখায়? তাও আবার ৩টি ভাষাতেই! রয়েছে আমাদের কাছেই!