Lok Sabha Election 2024: নির্বাচনে জেতার পর একজন এমপি কী কী সুযোগ-সুবিধা পান, বেতনই বা কত? জানুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রায় ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ৫৪২ আসনের অধিকাংশের ফলাফল ঘোষণা করেছে। কিন্তু এখন প্রশ্ন হল, দেশের ৫৪২টি সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদরা কী সুবিধা পান?
advertisement
1/6

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রায় ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ৫৪২ আসনের অধিকাংশের ফলাফল ঘোষণা করেছে। কিন্তু এখন প্রশ্ন হল, দেশের ৫৪২টি সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদরা কী সুবিধা পান?
advertisement
2/6
সংসদ সদস্যরা কত বেতন পান?সাংসদরা বেতনের সঙ্গে আরও অনেক সুযোগ-সুবিধা পান। সংসদ সদস্য (বেতন, ভাতা এবং পেনশন) আইন ১৯৫৪ এর অধীনে একজন এমপিকে বেতন এবং অন্যান্য সুবিধা দেওয়া হয়। তথ্য অনুযায়ী, সাংসদ প্রতি মাসে বেতন পান আনুমানিক ১ লাখ টাকা।
advertisement
3/6
এছাড়াও, ১ এপ্রিল, ২০২৩ থেকে একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছিল, যার অধীনে প্রতি পাঁচ বছর পর সংসদ সদস্যদের বেতন এবং দৈনিক ভাতা বাড়ানো হবে। যেখানে একজন সংসদ সদস্যকে একটি সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে যোগদান বা সংসদ সদস্য হওয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনও কাজে ভ্রমণের জন্য আলাদা ভাতা দেওয়া হয়। যেখানে সংসদ সদস্যরা যখন সড়কপথে যাতায়াত করেন, তাঁরা প্রতি কিলোমিটারে ১৬ টাকা আলাদা ভাতা পাবেন।
advertisement
4/6
গৃহ ভাতাএ ছাড়া সংসদ সদস্য প্রতি মাসে নির্বাচনী ভাতা হিসেবে পান ৭০ হাজার টাকা। যেখানে একজন সাংসদকে তাঁর দিল্লির বাসভবনে বা দিল্লিতে তাঁর অফিসে টেলিফোন লাগানোর জন্য কোনও চার্জ দিতে হবে না। এই বিলের পুরো খরচ সরকার বহন করে। একই সঙ্গে তিনি পাচ্ছেন ৫০ হাজার ফ্রি লোকাল কলের সুবিধা। যেখানে একজন সাংসদ প্রতি মাসে অফিস খরচ ভাতা হিসেবে পান ৬০ হাজার টাকা।
advertisement
5/6
স্বাস্থ্য সুবিধাএকজন এমপিকে একটি পাসও দেওয়া হয়, যার সাহায্যে তিনি যে কোনও সময় বিনামূল্যে রেলপথে ভ্রমণ করতে পারেন। এই পাস যেকোন ট্রেনের ফার্স্ট ক্লাস এসি বা এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ করতে পারবে। একইসঙ্গে এমপিরা সরকারি কাজে বিদেশ গমন করলে সরকারি ভাতাও দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক এমপি চিকিৎসা সুবিধা পান।
advertisement
6/6
রেফারের পর কোনও সংসদ সদস্য যদি কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা বা অপারেশন করান, তাহলে সেই চিকিৎসার পুরো খরচ সরকার বহন করে। এ ছাড়া সংসদ সদস্যরা সরকারি খরচে নিরাপত্তাকর্মী ও তত্ত্বাবধায়ক পান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Lok Sabha Election 2024: নির্বাচনে জেতার পর একজন এমপি কী কী সুযোগ-সুবিধা পান, বেতনই বা কত? জানুন