TRENDING:

দোলের দিন মদের দোকান কতক্ষণ বন্ধ? 'ওবেলা' খুলবে? জেনে রাখুন, কাজে দেবে

Last Updated:
Alcohol Shop- শনিবার অবশ্য রাজ্যে সমস্ত মদের দোকান আর পাঁচদিনের মতোই খোলা থাকবে। তবে শুক্রবার কিন্তু হাফ বেলা সব মদের দোকান খোলা।
advertisement
1/7
দোলের দিন মদের দোকান কতক্ষণ বন্ধ? 'ওবেলা' খুলবে? জেনে রাখুন, কাজে দেবে
ভারতে অ্যালকোহল খাওয়ার প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। স্ট্যাটিস্টিকা ও ফিউচার মার্কেট ইনসাইটসের প্রতিবেদন তাই বলছে। ফলে সবার আগে বলে রাখা ভাল, মদ্যপানের অভ্যেস স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই মদ্যপানের অভ্যেস থাকলে অবিলম্বে তা ত্যাগ করা উচিত।
advertisement
2/7
শুক্রবার দোল। অনেকেই দোলের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে মদ্যপানের পরিকল্পনা করে থাকেন। তবে অফিস বা অন্য কাজের চাপে আগেরদিন অর্থাৎ আজ মদের বোতল কেনা হয়নি! এখন প্রশ্ন হল, শুক্রবার কি মদের দোকান দুবেলা বন্ধ! জেনে রাখুন।
advertisement
3/7
শুক্রবার দোল। অনেকেই দোলের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে মদ্যপানের পরিকল্পনা করে থাকেন। তবে অফিস বা অন্য কাজের চাপে আগেরদিন অর্থাৎ আজ মদের বোতল কেনা হয়নি! এখন প্রশ্ন হল, শুক্রবার কি মদের দোকান দুবেলা বন্ধ! জেনে রাখুন।
advertisement
4/7
আবগারি দফতরের নির্দেশ বলছে, দোলের দিন বেলা ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। দুপুর ২টোর পর মদের দোকান খুলবে। ফলে সকালের স্টক-এর জন্য আপনাকে আজই কেনাকাটা সেরে রাখতে হবে।
advertisement
5/7
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর আর মদের দোকান খোলা থাকবে না। তবে এই নিয়ম সব জায়গায় সমান নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে নাকি রাত সাড়ে দশটা পর্যন্ত, তা নির্ভর করবে স্থানীয় দোকানদারদের উপরও। ফলে আজ অনেকেই সকাল, বিকেল বা সন্ধের দিকে মদের দোকানে লাইন দেবেন।
advertisement
6/7
২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট, ২ অক্টোবর, ও মহরমের দশম দিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকে। ওই চারদিন ড্রাই ডে। তবে দোলের দিন হাফফ ড্রাই ডে।
advertisement
7/7
শনিবার অবশ্য রাজ্যে সমস্ত মদের দোকান আর পাঁচদিনের মতোই খোলা থাকবে। তবে শুক্রবার কিন্তু হাফ বেলা সব মদের দোকান খোলা। অর্থাৎ সকালের দিকে যদি মদ্যপানের প্ল্যান করে রাখেন, তা হলে আজই আপনাকে স্টক করতে হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
দোলের দিন মদের দোকান কতক্ষণ বন্ধ? 'ওবেলা' খুলবে? জেনে রাখুন, কাজে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল