TRENDING:

Liquor Price: মদের দাম বাড়ছে রাজ্যে, তবে শুধু এই লিকার পাবেন পুরোনো MRP-তে! ডিসেম্বর থেকে বাড়তি খরচ সুরাপ্রেমীদের

Last Updated:
Liquor Price: ১ ডিসেম্বর থেকে নয়া আবগারি শুল্ক কার্যকর হবে। এর ফলে দেশি এবং বিদেশি সব ধরনের মদের দাম বাড়তে চলেছে বাংলায়। তবে বিয়ারের দাম এখনই বাড়ছে না।
advertisement
1/6
মদের দাম বাড়ছে রাজ্যে, তবে শুধু এই লিকার পাবেন পুরোনো MRP-তে!
রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। ডিসেম্বর থেকে আর পুরনো দামে পাওয়া যাবে না মদ। নতুন দাম ধার্ষ করা হবে। ইতিমধ্যে আফগারি দফতরের তরফে বিক্রেতাদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর।
advertisement
2/6
জানা যাচ্ছে, ডিস্ট্রিবিউটর, হোলসেলারদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে দিতে। তবে তার পরেও যে মদ বিক্রি করা সম্ভব হবে না, সেগুলি নতুন দামের আওতায় আনা হবে। নতুন মূল্যের স্টিকার লাগাতে হবে বাধ্যতামূলকভাবে।
advertisement
3/6
ডিসেম্বর মাস মানে উৎসব। মদের দাম বাড়লে কি বিক্রিতে কোনও প্রভাব পড়বে! অতীতে এমন ছবি দেখা যায়নি। দাম বাড়লেও সুরাপ্রেমীরা মদ কিনেছেন। ফলে বিক্রিতে কোনও ভাঁটা পড়েনি।
advertisement
4/6
হুইস্কি, রাম, জিন, ভদকা-সহ অন্য মদের দাম বাড়ছে। তবে বিয়ার পাবেন পুরনো মূল্যেই। আগের MRP-তেই বিয়ারের বোতল, ক্যান কিনতে পারবেন গ্রাহকরা।
advertisement
5/6
১ ডিসেম্বর থেকে নয়া আবগারি শুল্ক কার্যকর হবে। এর ফলে দেশি এবং বিদেশি সব ধরনের মদের দাম বাড়তে চলেছে। তবে বিয়ারের দাম এখনই বাড়ছে না। পরে বাড়বে কি না তা নিয়েও কোনও খবর পাওয়া যায়নি আপাতত।
advertisement
6/6
মদ প্রস্তুতকারী সংস্থাগুলিকে দাম বাড়ানোর ব্যাপারটা জানানো হয়েছে রাজ্যের আবগারি দফতরের পক্ষ থেকে। হোলসেল এবং ডিস্ট্রিবিউটরদেরও ইতিমধ্যে জানানো হয়েছে দফতরের তরফে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Liquor Price: মদের দাম বাড়ছে রাজ্যে, তবে শুধু এই লিকার পাবেন পুরোনো MRP-তে! ডিসেম্বর থেকে বাড়তি খরচ সুরাপ্রেমীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল