TRENDING:

Lion attack: নামিবিয়ায় বিলাসবহুল সাফারি লজে মর্মান্তিক দুর্ঘটনা! শৌচাগারে যাওয়ার পথে সিংহের আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু

Last Updated:
Lion attack: নামিবিয়ার সেসফনটেইন অঞ্চলের এক বিলাসবহুল সাফারি ক্যাম্পে তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় এক ব্যবসায়ীকে আক্রমণ করে হত্যা করল সিংহ। ক্যাম্পে থাকা পর্যটকরা প্রাণীটিকে তাড়ালেও ততক্ষণে মৃত্যু হয়েছিল...
advertisement
1/8
বিলাসবহুল সাফারি লজে মর্মান্তিক দুর্ঘটনা! শৌচাগারে যাওয়ার পথে সিংহ-এর শিকার ব্যবসায়ী...
নামিবিয়ার প্রত্যন্ত উত্তর-পশ্চিম অঞ্চলের একটি বিলাসবহুল সাফারি লজে এক ব্যবসায়ীকে সিংহ হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৃত ব্যক্তির নাম বার্ন্ড কেবেল, যিনি নামিবিয়ার এক পরিচিত ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি অন্যান্য পর্যটকদের সঙ্গে তাঁবুতে ক্যাম্পিং করছিলেন, ঠিক সেই সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
advertisement
2/8
নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
advertisement
3/8
নামিবিয়ার পরিবেশ মন্ত্রকের মুখপাত্র এনদেশিপান্ডা হামুনিউলা জানিয়েছেন, তিনি যখন তাঁবু থেকে বেরিয়ে শৌচালয়ে যাচ্ছিলেন, তখনই সিংহটি আচমকা তাঁকে আক্রমণ করে। ওই সময় ক্যাম্পে থাকা অন্য পর্যটকরা সিংহটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে কেবেলের মৃত্যু হয়ে গিয়েছিল।
advertisement
4/8
পুলিশের মুখপাত্র এলিফাস কুইউইঙ্গা জানান, “আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। সম্পূর্ণ রিপোর্ট খুব শিগগিরই জমা দেওয়া হবে।”
advertisement
5/8
ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, কেবেল একজন দাতব্য সংস্থার সহায়কও ছিলেন এবং নামিবিয়ায় বন্যপ্রাণ সংরক্ষণে তিনি কাজ করতেন। তিনি অফ-রোড-সেন্টার নামে একটি সংস্থার মালিক ছিলেন, যা সাফারি গাড়ির অ্যাকসেসরিজ বিক্রি করত।
advertisement
6/8
নামিবিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের পাহাড় এবং বালিয়াড়ির মধ্যবর্তী এলাকায় মরু পরিবেশে  সিংহদের বসবাস। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, ওই অঞ্চলে প্রাপ্তবয়স্ক মরু সিংহের সংখ্যা ছিল প্রায় ৬০ এবং তাদের সঙ্গে কয়েকটি শাবকও ছিল।
advertisement
7/8
তবে সম্প্রতি খরা এবং শিকার সংকটের কারণে মানুষের সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় সিংহদের সংখ্যা হ্রাস পেয়েছে। এই কারণে বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও বাড়ছে।
advertisement
8/8
গত বছর আগস্টে নামিবিয়া সরকার খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সংকট মেটাতে শত শত বন্যপ্রাণী — যার মধ্যে হাতিও রয়েছে — হত্যা করার অনুমতি দেয়। মাত্র ছয় সপ্তাহের ব্যবধানে এটি আফ্রিকায় দ্বিতীয় মারাত্মক সিংহ আক্রমণের ঘটনা। এর আগে, এপ্রিল মাসে কেনিয়ার নাইরোবি ন্যাশনাল পার্কের কাছে এক খামারে সিংহের আক্রমণে ১৪ বছরের এক কিশোরীর মৃত্যু হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Lion attack: নামিবিয়ায় বিলাসবহুল সাফারি লজে মর্মান্তিক দুর্ঘটনা! শৌচাগারে যাওয়ার পথে সিংহের আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল