TRENDING:

ভালমন্দের চক্রাকারের জীবনে জগন্নাথদেবের সেবায় সব থেকে বেশি আনন্দ একসঙ্গে পাওয়া যায়

Last Updated:
advertisement
1/5
ভালমন্দের চক্রাকারের জীবনে জগন্নাথদেবের সেবায় সব থেকে বেশি আনন্দ একসঙ্গে
আগামী পরশু রথযাত্রা, রথযাত্রা উপলক্ষ্যে দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও মাহেশ, ইসকন-সহ ওলিতে গলিতে রথযাত্রা আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় সবাই ৷
advertisement
2/5
জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে জীবনের বহু কঠিন সময় কাটে নিমেষেই ৷
advertisement
3/5
জগন্নাথ অর্থাৎ স্বয়ং ভগবান বিষ্ণু এই বিশ্বাস বদ্ধমূল অনেকেরই ৷ তাঁর সেবা করলেই জীবনে অনেক আনন্দ একসঙ্গে পাওয়া যায় ৷
advertisement
4/5
ভাল ও খারাপ এই দুই সময় নিয়ে জীবন কাটাতে হয় আমাদের খারাপ সময়ে কাটে প্রভুর হাত ধরেই ৷ তাই নিয়মিত জগন্নাথ দেবের আরাধনা করলে অনেক উপকার পাওয়া যায় ৷
advertisement
5/5
জীবনকে সুখে ভরিয়ে তুলতে জগন্নাথদেবের পুজো করাটা অত্যন্ত জরুরি ৷ তিনি সবার পরিত্রাতা স্বয়ং মঙ্গলের প্রতিমূর্তি তিনি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভালমন্দের চক্রাকারের জীবনে জগন্নাথদেবের সেবায় সব থেকে বেশি আনন্দ একসঙ্গে পাওয়া যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল