TRENDING:

Married Woman In In Laws House: বউমা-রা শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চায় না কেন? তোলপাড় সোশ্যাল মিডিয়া, এমটিভি-র নিখিল চিনাপ্পাও যোগ দিলেন তর্কে

Last Updated:
Life Goals: মহিলারা কেন শ্বশুরবাড়ির সবার সঙ্গে থাকতে চান না? অনলাইনে বিতর্ক শুরু, যোগ দিলেন 'এমটিভি গাই' নিখিল চিনাপাও
advertisement
1/14
বউমা-রা শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চায় না কেন? তোলপাড় সোশ্যাল মিডিয়া
কলকাতা: বাবা-মায়ের সঙ্গে থাকা ভারতীয় পরিবারের রীতি, ভারতীয় সমাজ এভাবেই জীবনযাপনে অভ্যস্ত। তবে, এবার এই বিষয়টিই পড়েছে বিতর্কের মুখে। মহিমা জালান নামে একজন সোশ্যাল মিডিয়া ইউজারের এক পোস্ট থেকে সেই বিতর্কের সূত্রপাত। Photo- Representative
advertisement
2/14
"বিয়ের জন্য একজন ছেলের সঙ্গে কথা বলেছিলাম এবং তার প্রথম প্রশ্ন ছিল, "তুমি কি আমার বাবা-মায়ের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? তাদের সঙ্গে থাকি বলে আমি আগেও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছি।" এটা আমাকে অবাক করেছে। মেয়েদের পক্ষে কীভাবে শ্বশুরবাড়ির সবার সঙ্গে থাকা অস্বস্তিকর হতে পারে?", তিনি X-এ লিখেছেন। Photo Courtesy- Mahima Jalan/ X Account
advertisement
3/14
মহিমা জানান যে তিনি সারা জীবন তাঁর বাবা-মায়ের সঙ্গেই থেকেছেন, কঠোর অভিভাবকত্বের অভিজ্ঞতাও হয়েছে এবং একাধিকবার তাঁদের সঙ্গে মতবিরোধও হয়েছে। কিন্তু এর ফলে তিনি বাবা-মায়ের সঙ্গে থাকার ধারণার বিরুদ্ধে নন। Photo- Representative
advertisement
4/14
"কিন্তু এটা কি আমাকে তাঁদের সঙ্গে থাকার ধারণার বিরোধী করে তোলে? কোনও ভাবেই না। ভাবছি মেয়েদের কী হচ্ছে," তিনি আরও লেখেন ওই পোস্টে। Photo- Representative
advertisement
5/14
ইন্টারনেট কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে?জালানের পোস্টটি দ্রুত নিজের বাবা-মায়ের সঙ্গে থাকা এবং শ্বশুরবাড়ির সঙ্গে থাকার মধ্যে মৌলিক পার্থক্য নিয়ে বিতর্কের সূত্রপাত করে। Photo- Representative
advertisement
6/14
একজন ব্যক্তি মন্তব্য করেছেন যে বাবা-মায়ের সঙ্গে সারা জীবন কাটানোর অভিজ্ঞতা সবার জন্য এক রকম নয়। শ্বশুরবাড়ির লোকদের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়া কেবল এক ব্যক্তিগত পছন্দ। Photo- Representative
advertisement
7/14
"আপনি বাবা-মায়ের সঙ্গে থাকেন; অনেকেই থাকেনও না। অনেকেই কলেজ/কাজের জন্য বাইরে চলে যান এবং ভিন্ন জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন। ১৮ বছর বয়সে যিনি বাবা-মাকে ছেড়ে চলে গিয়েছেন, তিনি বিয়ের পরে এবং ৩০-৪০ বছর বয়সে এসে নিজের মতোই জীবনযাপন করতে চাইবেন," ওই ইউজার মন্তব্য করেছেন। Photo- Representative
advertisement
8/14
"আমার কাছে এটা খুব একটা অদ্ভুত পছন্দ বলে মনে হচ্ছে না, একেকজনের জন্য বিষয়টা একেকরকম ভাবে কাজ করে," ওই ব্যক্তি আরও বলেন। Photo- Representative
advertisement
9/14
মহিমা উত্তর দেন, "আপনার যুক্তি ঠিক আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে থাকা স্বাস্থ্যকর বলে মনে করি। খুবই দেশীয় ধারণা। তবে হ্যাঁ, অন্যদের কাছ থেকে এটা আমার আশা করা উচিত নয়।" Photo- Representative
advertisement
10/14
আরেকজন লিখেছেন, "বিভিন্ন মানুষের অভিজ্ঞতা ভিন্ন। কেউ কেউ সত্যিকার অর্থেই বিষাক্ত পরিবার থেকে আসেন এবং তাঁদের দৃষ্টিকোণ থেকে তাঁদের পছন্দ সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এছাড়াও, শ্বশুরবাড়ির সঙ্গে না থাকার সিদ্ধান্ত নেওয়ার অর্থ এই নয় যে তাদের পরিত্যাগ করা হল। কেউ আলাদাভাবে থাকতে পারেন এবং তার পরেও শ্বশুরবাড়ির সদস্যদের সম্মান এবং যত্ন দিতে পারেন।" Photo- Representative
advertisement
11/14
এমটিভি ইন্ডিয়ার বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপক নিখিল চিনাপাও এই বিতর্কে যোগ দিয়েছেন। তিনি শুধু লিখেছেন, মানবসভ্যতার সবচেয়ে মারাত্মক ভুল হল একজন মানুষ সবাইকে নিজের মতো করে বিচার করতে চায়!  Photo Courtesy- Mahima Jalan/ X Account
advertisement
12/14
"শ্বশুরবাড়ির সঙ্গে থাকা নিজের বাবা-মায়ের সঙ্গে থাকার চেয়ে মৌলিকভাবে আলাদা। এর মধ্যে একটি নতুন পরিবারের নিয়ম এবং শ্রেণী বিন্যাসের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জড়িত, যে কারণে অনেক মহিলা স্বাধীন জীবনযাপনকে অগ্রাধিকার দেন", আরেকজন ইউজার মন্তব্য করেছেন। Photo- Representative
advertisement
13/14
"বিভিন্ন ব্যক্তির জীবনযাপনের বিভিন্ন ধারা থাকতেই পারে। যদি কারও পছন্দ আপনার পছন্দের সঙ্গে না মেলে, তার মানে এই নয় যে তাদের মধ্যে কিছু ভুল আছে," অন্য একজন মন্তব্য করেছেন। Photo- Representative
advertisement
14/14
কিছু ইউজার আবার যুক্তি দিয়েছেন যে শ্বশুরবাড়ির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কেবল মানসিকতা এবং নমনীয়তার বিষয়। Photo- Representative
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Married Woman In In Laws House: বউমা-রা শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চায় না কেন? তোলপাড় সোশ্যাল মিডিয়া, এমটিভি-র নিখিল চিনাপ্পাও যোগ দিলেন তর্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল