TRENDING:

Life After Marriage: বিয়ে করলেই কমে যাবে নাছোড়বান্দা 'এই' নেশা! জানেন কি সেই বদ অভ্যেস?

Last Updated:
Life After Marriage: এক গবেষণায় উঠে এসেছে এই বিয়ে নিয়েই চাঞ্চল্যকর এক তথ্য। সেখানে দাবি করা হয়েছে, আপনি ছাড়তে চাইছেন অথচ পারছেন না এমনই এক নাছোড়বান্দা নেশা থেকে ছুটি পেতে পারেন বিয়ে করলে।
advertisement
1/9
বিয়ে করলেই কমে যাবে নাছোড়বান্দা 'এই' নেশা! জানেন কি সেই বদ অভ্যেস?
বিয়ে হল দিল্লি কে লাড্ডু। খেয়েও পস্তাচ্ছেন কেউ কেউ। কেউ আবার না খেয়েই। তবে বিয়ে যে জীবনের এক আশ্চর্য বাঁক সেকথা স্বীকার করে নেবে প্রায় সকলেই। এবার এক গবেষণায় উঠে এসেছে এই বিয়ে নিয়েই চাঞ্চল্যকর এক তথ্য। সেখানে দাবি করা হয়েছে, আপনি ছাড়তে চাইছেন অথচ পারছেন না এমনই এক নাছোড়বান্দা নেশা থেকে ছুটি পেতে পারেন বিয়ে করলে। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই দাবি এই গবেষণায়।
advertisement
2/9
সেখানে দাবি করা হয়েছে, আপনি ছাড়তে চাইছেন অথচ পারছেন না এমনই এক নাছোড়বান্দা নেশা থেকে ছুটি পেতে পারেন বিয়ে করলে। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই দাবি এই গবেষণায়।
advertisement
3/9
আপনি কি মদের নেশায় আসক্ত? কিছুতেই বেরোতে পারছেন না এই নেশা থেকে? নেশামুক্তির পথ খুঁজে পাচ্ছেন না কোনওভাবেই? চিন্তা নেই! ডেটিং করুন বা সোজা বিয়ে করে নিন। দেখবেন কমেছে মদ্যপানের ইচ্ছা। নতুন গবেষণার দাবি এমনটাই।
advertisement
4/9
এই গবেষণার থেকে উঠে আসা তথ্য ঘিরেও শুরু হয়েছে শোরগোল। গবেষক ও লেখক ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার অধ্যাপক দিয়ানা দিনেস্কু বলেন, ‘‘সম্পর্কের ঘনিষ্ঠতা একজনের খারাপ অভ্যাসকেও বদলে দিতে পারে। কারণ তখন পরস্পর পরস্পরের প্রতি খেয়াল রাখতে শুরু করেন।’’
advertisement
5/9
বিষয়টি আরও স্পষ্ট করে জানতে গবেষকরা চেষ্টা করেছেন, সিঙ্গল ও বিবাহিত অথবা প্রেমের বন্ধনে আবদ্ধ মানুষের মধ্যে মদ্যপানের একটি তুলনামূলক আলোচনা করার। যার থেকে এই বিষয়ে আরও বেশি জানা যাবে বলে তাঁদের বিশ্বাস।
advertisement
6/9
এই গবেষণায় যমজদের উপর জোড় দিয়েছেন গবেষকরা। এজন্য তারা ওয়াশিংটন টুইন স্টেট রেজিস্ট্রি থেকে যমজদের তথ্য সংগ্রহ করেন। এই গবেষণায় অংশ নেয় ১৬১৮ জোড়া যমজ মহিলা এবং ৮০৭ জোড়া যমজ পুরুষ।
advertisement
7/9
গবেষণায় অংশগ্রহণের সময়ই এদের মধ্যে কে সিঙ্গল, কে বিবাহিত, কে প্রেমে আবদ্ধ, কে বিবাহবিচ্ছিন্ন, কে বিপত্নিক সেসব তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া তারা কে কেমন মদ্যপান করেন সে ব্যাপারেও তথ্য নেওয়া হয়েছে এই গবেষণার অংশ হিসেবে।
advertisement
8/9
গবেষক দল বিবাহিতদের সঙ্গে সিঙ্গেল ও ডিভোর্সডদের মদ্যপানের তুলনা করেন। তারপরই তারা এমন সিদ্ধান্তে আসেন বলে তাঁরা জানান।
advertisement
9/9
চাঞ্চল্যকর এই গবেষণার রিপোর্টে দেখা যায়, যারা বিবাহিত অথবা সম্পর্কে গড়িয়ে আছেন এমন মানুষেরা তুলনামূলকভাবে অনেক কম পরিমাণে মদ্যপান করছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Life After Marriage: বিয়ে করলেই কমে যাবে নাছোড়বান্দা 'এই' নেশা! জানেন কি সেই বদ অভ্যেস?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল