TRENDING:

এবার লক্ষ্মীপুজোয় এভাবেই খুশি করুন মা লক্ষ্মীকে, টাকা আসবে ঝড়ের মতো

Last Updated:
কীভাবে মা লক্ষ্মীকে খুশি করবেন, জেনে নিন
advertisement
1/4
এবার লক্ষ্মীপুজোয় এভাবেই খুশি করুন মা লক্ষ্মীকে, টাকা আসবে ঝড়ের মতো
লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে সুখ-সমৃদ্ধি মোটেই সম্ভব নয় ৷ বহু উদাহরণ রয়েছে বিশ্বে, যেখানে কঠোর পরিশ্রম করেও বহু মানুষ লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আবার অনেকেই অল্প পরিশ্রমেই লক্ষ্মীর আর্শিবাদে ধন্য হচ্ছেন ৷
advertisement
2/4
লক্ষ্মী মানে শুধুই অর্থ, প্রতিপত্তি নয় ৷ যেমন অর্থ থাকলেই সুখ পাওয়া যায় না, তেমনি লক্ষ্মী আর্শিবাদ থাকলেই সকল সুখের অধিকারি হওয়া যায় না ৷ লক্ষ্মীর কৃপা মানে, সংসারে সমৃদ্ধি লাভ, খুশির ঝলক, সর্বদা সুখের আশ্রয় ৷ তা কীভাবে লক্ষ্মীকে খুশি করবেন?
advertisement
3/4
ঠাকুরঘরে লক্ষ্মী প্রতিমা বা ঘটের সামনে রোজই সাধ্যমতো পয়সা জমানোর একটি ঘট রাখুন ৷ অল্প অল্প করে সেই ঘটে রোজ কিংবা প্রত্যেক বৃহস্পতিবার অর্থ ঢালুন ৷ শুধু সন্ধেতে নয়, লক্ষ্মীপুজোর সকাল থেকেই লক্ষ্মী প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ৷ লক্ষ্মীপুজোর ঘটে আমের পল্লব ও লালজবা দিতে ভুলবেন না ৷ অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পড়ুন ৷
advertisement
4/4
বাড়ির গৃহিণীরা সময় করে পায়ে আলতাও পরতে পারেন ৷ তবে যারা চাকুরিজীবি, তাঁরা না হয় ‘মা লক্ষ্মী নমঃ’ এই মন্ত্র জপ করুন যখনই সময় পাবেন ৷ এই মন্ত্র পুরুষরাও জপ করতে পারেন ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এবার লক্ষ্মীপুজোয় এভাবেই খুশি করুন মা লক্ষ্মীকে, টাকা আসবে ঝড়ের মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল