Last Day Of Earth: আর জল্পনা-কল্পনা নয়,খোদ বিজ্ঞানীরাই জানিয়ে দিলেন কবে ধ্বংস হবে পৃথিবী, হাতে আর কতদিন বাকি? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সূর্যের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হবে, ভূমির তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কার্বন চক্র দুর্বল হয়ে পড়বে, ফলে গাছপালা মরে যাবে এবং অক্সিজেন উৎপাদন বন্ধ হবে। ফলে পৃথিবীতে প্রাণের সম্ভাবনা আর থাকবে না।
advertisement
1/7

ফুরিয়ে আসছে সময়, ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবী, গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। সেই দিনটা কবে, যখন পৃথিবীতে কোনও অক্সিজেন থাকবে না? থাকবে না কোনও প্রাণের চিহ্ন?
advertisement
2/7
নাসার প্ল্যানেটরি মডেলিং ব্যবহার করে, তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সুপার কম্পিউটার সিমুলেশন-এ দেখা গিয়েছে সামনেই আসছে সেই দিন, যখন পৃথিবীর অক্সিজেন ফুরিয়ে যাবে, ফলে পৃথিবীতে প্রাণের সম্ভাবনা আর থাকবে না।
advertisement
3/7
এই গবেষণায় পৃথিবীর বায়ুমণ্ডলের সম্ভাব্য বিবর্তন নিয়ে ৪ লক্ষ সিমুলেশন চালানো হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, সূর্যর বয়স যত বাড়বে, ততই তা আরও উত্তপ্ত ও উজ্জ্বল হয়ে উঠবে, যা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করবে।
advertisement
4/7
সূর্যের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হবে, ভূমির তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কার্বন চক্র দুর্বল হয়ে পড়বে, ফলে গাছপালা মরে যাবে এবং অক্সিজেন উৎপাদন বন্ধ হবে। ফলে পৃথিবীতে প্রাণের সম্ভাবনা আর থাকবে না।
advertisement
5/7
পৃথিবীর বায়ুমণ্ডল আবার মিথেনে ভরে যাবে। গ্রেট অক্সিডেশন ইভেন্ট-এর আগে পৃথিবী যে অবস্থায় ছিল, ফের সেই অবস্থায় ফিরে যাবে।
advertisement
6/7
Nature Geoscience-এ প্রকাশিত ‘The future lifespan of Earth's oxygenated atmosphere’ শীর্ষক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীর অক্সিজেনসমৃদ্ধ বায়ুমণ্ডলের ভবিষ্যৎ আয়ু আরও ১ বিলিয়ন বছর। আগামী এক বিলিয়ন বছরের মধ্যেই আর পৃথিবীতে থাকবে না প্রাণের ছোঁয়া।
advertisement
7/7
জাপানের টোকিওর তোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি জানান, বহু বছর ধরে, সূর্যের ক্রমাগত উজ্জ্বল হওয়া এবং বৈশ্বিক কার্বোনেট-সিলিকেট ভূ-রাসায়নিক চক্র সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে পৃথিবীর জীবমণ্ডলের আয়ু নিয়ে আলোচনা হয়ে আসছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Last Day Of Earth: আর জল্পনা-কল্পনা নয়,খোদ বিজ্ঞানীরাই জানিয়ে দিলেন কবে ধ্বংস হবে পৃথিবী, হাতে আর কতদিন বাকি? পড়ুন