Weather Forecast : রেকর্ড বৃষ্টি হল এবার! শীত কি তাড়াতাড়ি পড়বে? অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে যা হবে এবছর...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Weather Update- অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফলে এবারে দ্রত শীত আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6

রেকর্ড বৃষ্টি এবার। বারবার নিম্নচাপ, আর তার জেরে একটানা বৃষ্টি। এবছরের বর্ষার কথা অনেকেরই হয়তো অনেকদিন মনে থাকবে। অগাস্ট মাস শেষ হতে চলল, এখনও বৃষ্টি বিদায় হচ্ছে না। চলতি মাসে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
2/6
এবার অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এবার কি তাহলে শীতও দীর্ঘস্থায়ী হবে! শীত কি এবার তাড়াতাড়ি পড়বে বাংলায়! এমন প্রশ্ন মনে আসা অস্বাভাবিক কিছু নয়। কারণ বর্ষাকাল এতটা দীর্ঘ হয়েছে এবার। ফলে শীতের সময়েও প্রভাব থাকবে।
advertisement
3/6
NOAA’র ওশান সার্ভিস জানিয়েছে, এবার অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে লা নিনা-র প্রভাব থাকবে স্পষ্ট। শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত স্বল্প সময়ের জন্য লা নিনা পরিস্থিতি দেখা যাবে এবার। উল্লেখ্য, লা নিনা এবং এর বিপরীত অবস্থা এল নিনো বিশ্বব্যাপী আবহাওয়ায় প্রভাব ফেলে।
advertisement
4/6
লা নিনা একটি প্রাকৃতিক চক্রের শীতল ধাপ। এর অপর ধাপ এল নিনো, সেটি উষ্ণ আবহের প্রতিরূপ। বিশেষজ্ঞদের মত, এবছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে যে কোনও সময় লা নিনা পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে উত্তর প্রশান্ত মহাসাগরের ওপরে জেট স্ট্রিম দুটি ভাগে বিভক্ত হবে।
advertisement
5/6
অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফলে এবারে দ্রত শীত আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি লা নিনার জেরে বড় কোনও ঝড়ের পরিস্থিতি তৈরি হয় , তাহলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের আবহাওয়ায়।
advertisement
6/6
এমনিতেই এবার রেকর্ড বৃষ্টি হয়েছে। প্রায় চার মাস ধরে চলছে বৃষ্টির মরশুম। আর বৃষ্টি কমলেই ভ্যাপসা গরমের অস্তস্তি। ২০২০ সালেও শীতকালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Weather Forecast : রেকর্ড বৃষ্টি হল এবার! শীত কি তাড়াতাড়ি পড়বে? অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে যা হবে এবছর...