TRENDING:

২ দিন পরেই লক্ষ্মীপুজো, জেনে নিন ১৪২৭ সনের কোজাগরী লক্ষ্মীপূজার সময় নির্ঘণ্ট

Last Updated:
লক্ষ্মী ধন, সম্পত্তি, সমৃদ্ধির দেবতা । তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে । তাই ঘরে ঘরে কোজাগরী লক্ষীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ হিন্দুরা ।
advertisement
1/7
২ দিন পরেই লক্ষ্মীপুজো, জেনে নিন ১৪২৭ সনের কোজাগরী লক্ষ্মীপূজার সময় নির্ঘণ্ট
• মা দুর্গা ফিরে গিয়েছেন মহাদেবের কাছে, সুদূর কৈলাসে । কিন্তু মর্ত্যে রেখে গিয়েছেন তাঁর এক মেয়েকে । কোজাগরী পূর্ণিমা তিথিতে পুজো নিয়ে তবে স্বর্গে ফিরবেন দেবী লক্ষ্মী ।
advertisement
2/7
• লক্ষ্মী ধন, সম্পত্তি, সমৃদ্ধির দেবতা । তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে । তাই ঘরে ঘরে কোজাগরী লক্ষীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ হিন্দুরা ।
advertisement
3/7
• এ বছর দু’টি দিনে পড়েছে লক্ষ্মী পুজো । পুজো করা যাবে দু’দিনই । তবে সাধারণভাবে কোজাগরী লক্ষ্মীর পুজো হয় রাতে । তাই শুক্রবার রাতেই হবে দেবীর আরাধনা । আবার অনেকে পরেরদিন সকালেও পুজো করেন । তাহলে জেনে নেওযা যাক ১৪২৭ সনের কোজাগরী লক্ষ্মীপূজার সময় ও নির্ঘণ্ট ।
advertisement
4/7
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-পূর্ণিমা তিথি আরম্ভ-বাংলা তারিখ: ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ৪৬ মিনিট।
advertisement
5/7
• পূর্ণিমা তিথি শেষ-বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭ । ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০ । সময়: রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।
advertisement
6/7
• গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-পূর্ণিমা তিথি আরাম্ভ-বাংলা তারিখ : ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড।
advertisement
7/7
• পূর্ণিমা তিথি শেষ-বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭ । ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০ । সময়: রাত্রি ৭টা ২৭ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা- ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
২ দিন পরেই লক্ষ্মীপুজো, জেনে নিন ১৪২৭ সনের কোজাগরী লক্ষ্মীপূজার সময় নির্ঘণ্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল