Knowledge Stroy: বলুন তো, পৃথিবীর কোন দেশে কোনও জেল নেই? খুব চেনা নাম কিন্তু, শুনলেই মুখ হাঁ হয়ে যাবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Stroy: দেশের জনগণ জেলখানায় বসে থাকুক তা নেদারল্যান্ড সরকার চায় না। এতে নাকি অর্থনীতির উপর খারাপ প্রভাব পড়ে।
advertisement
1/7

বিশ্বে এমনও দেশ আছে যেখানে নেই কোনও অপরাধী। এমনকি সে দেশে নেই কোনও জেলখানাও। কী, অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই, এমন দেশ কিন্তু সত্যিই আছে।
advertisement
2/7
পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত দেশটির নাম নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস নামটির আক্ষরিক অর্থ হল নিম্নভূমি। দেশটির জনসংখ্যা ১ কোটি ৭২ লাখ।
advertisement
3/7
২০১৭ সালে জাতিসংঘের ‘বিশ্ব সুখ’ প্রতিবেদনে দেশটির বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ সুখী দেশের মর্যাদা দেওয়া হয়, যা দেশটির জীবনযাত্রার উচ্চমানের প্রতিফলন। উদারপন্থী দেশটিতে পতিতাবৃত্তি, গর্ভপাত ও যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যু আইনসম্মত কাজ।
advertisement
4/7
দেশের জনগণ জেলখানায় বসে থাকুক তা নেদারল্যান্ড সরকার চায় না। এতে নাকি অর্থনীতির উপর খারাপ প্রভাব পড়ে। তাই অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের উন্নত জীবনযাপনে সহায়তা করার জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে।
advertisement
5/7
নেদারল্যান্ডস অপরাধীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ইলেকট্রনিক ট্যাগিং ব্যবহার করে। এই যন্ত্রটি ব্যক্তির গোড়ালিতে আটকানো থাকে। যা ব্যক্তির প্রতিটি কার্যকলাপ রেকর্ড করে। অনেক অপরাধীর শরীরেই এই ডিভাইসটি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। এই কারণেই নেদারল্যান্ডস তাদের কারাগার বন্ধ করে দেয়।
advertisement
6/7
কয়েকটি কারাগার অবশ্য চালু আছে, তবে সেখানে অন্য দেশের বন্দীরা থাকেন। এই ধরনের অনুপ্রেরণামূলক কৃতিত্বের পেছনের মূল কারণ হল, নিম্ন কারাভোগের হার একজন নাগরিককে অপরাধের দিক থেকে সরিয়ে আনতে সাহায্য করে। একটি সমীক্ষা অনুসারে, ২০১৮ সালে নেদারল্যান্ডসে অপরাধের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে।
advertisement
7/7
নেদারল্যান্ডে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। দেশটিও পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা রেখেছে। টিউলিপের জন্য বিখ্যাত নেদারল্যান্ড। ফুলের মরশুমে অর্থাৎ বছরের প্রথমদিকে দেশটিতে লাখ লাখ পর্যটক ভিড় জমান বাহারিরঙা টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ হতে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stroy: বলুন তো, পৃথিবীর কোন দেশে কোনও জেল নেই? খুব চেনা নাম কিন্তু, শুনলেই মুখ হাঁ হয়ে যাবে