TRENDING:

Knowledge Story: চাঁদে যাওয়ার ধুম! জানেন, ভারতের আগে কোন দেশ পা রেখেছেন চাঁদের মাটিতে?

Last Updated:
Knowledge Stroy: চন্দ্রযান-৩-এর প্রাথমিক লক্ষ্য হল চাঁদের মাটিতে নিরাপদে সফট ল্যান্ডিং করে রোভারটিকে স্থাপন করা। কিন্তু অনকেই জানে না ভারতের আগে চাঁদে পৌঁছেছে কোন কোন দেশ?
advertisement
1/5
চাঁদে যাওয়ার ধুম! জানেন, ভারতের আগে কোন দেশ পা রেখেছেন চাঁদের মাটিতে?
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। চাঁদে মহাকাশযান অবতরণকারীদের তালিকায় চতুর্থ দেশ হিসেবে নাম তুলতে চলেছে ভারত।
advertisement
2/5
চন্দ্রযান-৩-এর প্রাথমিক লক্ষ্য হল চাঁদের মাটিতে নিরাপদে সফট ল্যান্ডিং করে রোভারটিকে স্থাপন করা। এরপর রোভারটি চাঁদে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে। কিন্তু অনকেই জানে না ভারতের আগে চাঁদে পৌঁছেছে কোন কোন দেশ?
advertisement
3/5
চাঁদের মাটিতে মহাকাশযানের প্রথম সফল অবতরণ করায় রাশিয়া। ১৯৫৯ সালে ‘লুনা ২’ চন্দ্রযান সফল ভাবে চাঁদ ছুঁয়েছিল।
advertisement
4/5
ঠিক ১০ বছর পর ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম মানুষ পাঠায় আমেরিকা। অ্য়াপেলো মিশনে সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করে মানুষ।
advertisement
5/5
তারপর, সফল চন্দ্রাভিযান ছিল চিনের চ্যাংই-৩ মিশন। ২০১৩ সালে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে চ্যাংই-৩। এবার সারাদেশ তাকিয়ে ভারতের দিকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: চাঁদে যাওয়ার ধুম! জানেন, ভারতের আগে কোন দেশ পা রেখেছেন চাঁদের মাটিতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল