Knowledge Story: বলুন তো, পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষটি কে? নাম-পরিচয় আর ডিগ্রি শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: গ্রিস বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাওস এক জন বিখ্যাত গবেষক এবং শিক্ষাবিদ। জনস্বাস্থ্য, চিকিৎসা গবেষণা এবং শিক্ষা— এই তিন ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
advertisement
1/10

কথিত রয়েছে শিক্ষা মানুষকে উদার করে। তবে সঠিক শিক্ষিত মানে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা নয়। আসলে মানুষ পারিপার্শ্বিক অবস্থা থেকেও বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকে। আবার যদি পড় পরিসরে বলা যায়, তাহলে জীবনই মানুষের সবচেয়ে বড় শিক্ষক। তবে বই যে বাস্তবিকই একটা গোটা পৃথিবী তাই পড়ুয়াদের চেয়ে আর কেই বা ভালো বলতে পারে।
advertisement
2/10
শুধু তথাকথিত কর্মসংস্থানের জন্যই ডিগ্রি অর্জন নয়, সেই শিক্ষায় বাস্তবিক অর্থেই শিক্ষিত হয়ে উঠেছেন। এককথায় তাদের শিক্ষার পরিধি দেখলে অবাক হতেই হয়। সেই হিসেবেই দেখতে গেলে বিশ্বের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি কে, নানা জনের নানা মত উঠে এলেও অনেকেই বলে থাকেন, ডিগ্রির নিরিখে পৃথিবীর সবথেকে শিক্ষিত ব্যক্তি নিকোলাওস জেনিওস।
advertisement
3/10
গ্রিস বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাওস এক জন বিখ্যাত গবেষক এবং শিক্ষাবিদ। জনস্বাস্থ্য, চিকিৎসা গবেষণা এবং শিক্ষা— এই তিন ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। বহু কৃতিত্বেরও তিনি অধিকারী।
advertisement
4/10
ভাবতে পারছেন, নিকোলাওসের কাছে সাতটি বিশ্ববিদ্যালয়ের এমন ডিগ্রি রয়েছে যা ডক্টরেট ডিগ্রির সমতুল্য। এ ছাড়াও নিকোলাওসের তিনটি ডক্টরেট ডিগ্রি রয়েছে। একই সঙ্গে সাতটি বৈজ্ঞানিক সংগঠনে শিক্ষকতার সঙ্গেও তিনি যুক্ত। বৈজ্ঞানিক সংগঠনগুলি তাঁকে সদস্যপদও দিয়েছে।
advertisement
5/10
শুধু তাই নয়, নিকোলাওসের ঝুলিতে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ প্যারিসের মতো একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। ২০২৪ সালের মধ্যে তাঁর আরও একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করার কথা।
advertisement
6/10
ক্যারিশমা ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান এবং জনস্বাস্থ্য নিয়ে পিএইচডি করার পাশাপাশি হার্ভার্ড মেডিক্যাল স্কুলের মতো নামী প্রতিষ্ঠান থেকেও নিকোলাওস ডিগ্রি অর্জন করেছেন।
advertisement
7/10
নিকোলাওসের গবেষণা বৈজ্ঞানিক সম্প্রদায় এবং বিশ্বের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগাধ জ্ঞান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিকোলাওস বর্তমানে যে বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন, তা আগামী দিনে বিজ্ঞানের নতুন নতুন দিক খুলে দেবে। বিজ্ঞান এবং কলা, এই দুই বিষয়েই নাকি তাঁর পাণ্ডিত্য অগাধ।
advertisement
8/10
একাধিক বেসরকারি সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন নিকোলাওস। বিভিন্ন সংস্থায় তাঁকে মোটা বেতনের বিনিময়ে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। মানবদেহ এবং চিকিৎসা ক্ষেত্রে গবেষণার পাশাপাশি ব্যবসা নিয়েও পড়াশোনা করেছেন তিনি। তাই তাঁর গবেষণাপত্রগুলি পড়ার জন্য মুখিয়ে থাকেন পড়ুয়া থেকে অধ্যাপক, সকলেই।
advertisement
9/10
চিকিৎসক হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিকোলাওসের। হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ইমিউনোলজি, ফার্মাকোলজি, জেনেটিক্স, ক্যানসার জিনোমিক্স এবং কোভিডের মতো বিষয়ে তিনি পড়াশোনা করেছেন।
advertisement
10/10
নিকোলাওস বিভিন্ন বিষয়ে ৫০টিরও বেশি গবেষণাপত্র লিখেছেন। তার মধ্যে বেশ কয়েকটি ক্যনসার রোগ সংক্রান্ত। তাঁর গবেষণাপত্র প্রায়ই বিখ্যাত মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষটি কে? নাম-পরিচয় আর ডিগ্রি শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত!