TRENDING:

Knowledge Story: বিশ্বের সবচেয়ে বড় স্কুল আছে ভারতেই! বলুন তো, কোথায় সেই স্কুল? কী নাম? চমকে উঠবেন জেনে

Last Updated:
Knowledge Story: জেনে অবাক হবেন যে, সিটি মন্টেসরি স্কুলে ১০০০ টিরও বেশি শ্রেণীকক্ষ রয়েছে। এই স্কুলে প্রায় ৩,৭০০ টি কম্পিউটার রয়েছে শিক্ষার্থীদের জন্য।
advertisement
1/9
বিশ্বে সবচেয়ে বড় স্কুল আছে ভারতেই!বলুন তো,কোথায় সেই স্কুল?কী নাম?চমক লাগবে জেনে
পৃথিবীর অনেক নামীদামি স্কুল সম্পর্কে আমরা অনেকেই জানি। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় স্কুল কোনটি সেটা হয়তো অনেকেরই অজানা। জানলে অবাক হয়ে যাবেন, আমাদের দেশ ভারতেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুলটি।
advertisement
2/9
উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম স্কুল সিটি মন্টেসরি স্কুল (সিএমএস)। লখনউ শহরে এর ২১টি ক্যাম্পাস রয়েছে। আর সব মিলিয়ে ছাত্র সংখ্যা ৬০ হাজারের বেশি। আর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী হল সাড়ে চার হাজার।
advertisement
3/9
সিটি মন্টেসরি স্কুল (সিএমএস) হল একটি উচ্চ মাধ্যমিক স্কুল। ১৯৫৯ সালে ড. জগদীশ গান্ধি এবং ড. ভারতী গান্ধি মিলে মাত্র ৫ জন পড়ুয়া নিয়ে চালু করেছিলেন সিটি মন্টেসরি স্কুল (সিএমএস)। সিএমএস কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের সঙ্গে অনুমোদিত। এই স্কুলের মোট চারটি বিভাগ রয়েছে - প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র, সিনিয়র।
advertisement
4/9
আসলে একটি স্কুলের একক ভবনে ৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানো সহজ কাজ নয়। তবে সিএমএস এটা করে রীতিমতো নজির গড়েছে। সেই সঙ্গে 'বিশ্বের সবচেয়ে বড় স্কুল' হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। সিএমএস-এ শিশুদের বিকাশ, নৈতিক চরিত্র গঠন, দৃষ্টিভঙ্গি তৈরির উপর খুবই জোর দেওয়া হয়।
advertisement
5/9
এই স্কুলে পড়াশোনার পাশাপাশি শিল্প, সঙ্গীত, নৃত্য, নাটক, খেলাধুলা, বিতর্ক, এমইউএন, বিদেশে শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক বিনিময়, জুনিয়র ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে শিশুদের সর্বাত্মক বিকাশের উপর জোর দেওয়া হয়।
advertisement
6/9
এই স্কুলের প্রি-প্রাইমারি বিভাগে শিশুরা মজাদার, নিরাপদ এবং আনন্দময় পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়। ফলে তাদের মধ্যে শিক্ষার প্রতি ভালবাসা, সামাজিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং আত্মবিশ্বাসের বিকাশ ঘটে। আর শিক্ষকরাও শিক্ষার্থীদের নিজস্ব ধারণাগুলিকে অন্বেষণ করতে, শিখতে এবং বুঝতে সহায়তা করে।
advertisement
7/9
আবার প্রাইমারি বিভাগে প্রাথমিক বয়সের শিশুদের ক্ষমতায়ন করা এবং মূল বিষয়গুলিতে তাদের আত্মবিশ্বাস এবং দক্ষতা বাড়ানোর জন্য একটি আদর্শ পরিবেশ দিয়ে থাকে। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশুরা কঠোর পরিশ্রমী হয়। ভাল আচরণ এবং আত্ম-শৃঙ্খলার গুণাবলীও তাদের মধ্যে বেড়ে ওঠে।
advertisement
8/9
জেনে অবাক হবেন যে, সিটি মন্টেসরি স্কুলে ১০০০ টিরও বেশি শ্রেণীকক্ষ রয়েছে। এই স্কুলে প্রায় ৩,৭০০ টি কম্পিউটার রয়েছে শিক্ষার্থীদের জন্য। বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি, মডেল জিতেশ সিং-র মতো বিখ্যাত তারকারা সিটি মন্টেসরি স্কুল থেকে তাদের স্কুলিং করেছেন।
advertisement
9/9
সাল ২০০৫-এ গিনেস ওয়ার্ল্ড বুকে নামও তুলে নিয়েছে এই স্কুলটি। এছাড়াও স্কুলটি ২০০২ সালে ইউনেস্কো কর্তৃক শান্তি শিক্ষা পুরস্কারে ভূষিত হয়েছে। সিটি মন্টেসরি স্কুল তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা কর্তৃক HOPE OF HUMANITY পুরস্কারেও ভূষিত হয়। মাত্র ৫ জন ছাত্র নিয়ে শুরু হওয়া একটি স্কুলের সাফল্যের গল্প সত্যিই বিস্ময়কর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বিশ্বের সবচেয়ে বড় স্কুল আছে ভারতেই! বলুন তো, কোথায় সেই স্কুল? কী নাম? চমকে উঠবেন জেনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল