TRENDING:

Knowledge Story: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?

Last Updated:
Knowledge Story: কখনও ভেবেছেন, কেন বাসের গায়ে চালকের দরজায় লেখা থাকে পাইলট? বাসের ড্রাইভার হয়, না কি পাইলট?
advertisement
1/10
বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?
কলকাতার রাস্তায় বাস মানুষের যাতায়াতের জন্য অপরিহার্য। কালের নিয়মে বাসের চেহারা পাল্টে গেলেও, বাসের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েইছে। আগে ছিল দোতলা বাস, এখন সবই একতলা। তবে বিনোদনমূলক ভাবে দোতলা বাসের ব্যবস্থা দেশের বিভিন্ন জায়গায় দেখা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
নীল-সাদা হোক কিংবা লাল-হলুদ, কলকাতার রাস্তায় যে সব বাস দেখা যায়, তাদের গায়ে বাস চালকের দরজায় পাইলট লেখা থাকে।
advertisement
3/10
কখনও এই বিষয়টি আপনার মনে প্রশ্ন জাগিয়েছে, কেন লেখা থাকে পাইলট? বাসের ড্রাইভার হয়, না কি পাইলট? অনেক সময় ড্রাইভারও লেখা দেখা যায়, তবে পাইলট লেখাই বেশি। কিন্তু কেন?
advertisement
4/10
পাইলট তো বিমানের হয়, ট্রেন চালককে বলা হয় লোকো পাইলট। তাহলে বাস চালকের দরজায় কেন পাইলট লেখা থাকবে? গুগলে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, অসংখ্য যাত্রী নিয়ে, তাঁদের জীবন ও সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে গাড়ি চালানো হয় বলে বাস চালক ও বিমান চালকের কাজের প্রাথমিক দায়িত্ব মোটামুটি এক।
advertisement
5/10
পাইলট কথার সহজ অর্থ হল এমন একজন যিনি স্টিয়ারিং বা গাইড করেন। চালক এই কাজটিই মূলত করেন এবং তার সঙ্গে থাকে বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব।
advertisement
6/10
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু নিজের যানটিই নয়, ওই রাস্তায় যাতায়াত করা অন্য যানবাহনের সুরক্ষিত যাতায়াতের প্রতিও সমান দায়িত্ব থাকে একজন চালকের। ফলে বিমান চালক ও বাস চালক, দু'জনের কাজের গুরুত্বই প্রাথমিক ভাবে এক।
advertisement
7/10
আগেকারদিনে গরু, ঘোড়া বা গাধায় টানা গাড়িতে মানুষ যাতায়াত করতেন। পরে ঘোড়া সরে গিয়েছে, মানুষ নিজেই যন্ত্রের সাহায্যে গাড়ি চালাতে শুরু করে।
advertisement
8/10
পাইলট কথার অর্থ হল যিনি পথপ্রদর্শন করেন, অর্থাৎ একজন গাইড। জাহাজ বা বোটের চালককেও তাই পাইলট বলা হয়।
advertisement
9/10
কলকাতার মতো সারা দেশেই বিভিন্ন বাসে চালকের সিটের গায়ে পাইলট লেখা দেখা যায়। বিমান চালকের মতোই যেহেতু চ্যালেঞ্জিং কাজ করেন বাস চালকেরা, তাই সম্মান জানিয়েই বাসের গায়ে 'পাইলট' লেখার প্রথাও শুরু হয়েছিল। তবে এ নিয়ে নিশ্চিত ভাবে কোনও উত্তর পাওয়া যায়নি।
advertisement
10/10
শহরের ভিড় রাস্তায় নিজের ও উল্টোদিক থেকে আসা যানবাহনের সুরক্ষার কথা ভেবে গাড়ি চালানো হয় বলেই চালকরা গাইড। তাঁদের এমন দায়িত্বপূর্ণ কাজকে সম্মান দিতেই হয়তো বাসের গায়ে চালকের দরজায় লেখা হয় পাইলট। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল