Knowledge Story: স্টেশনের নামের শেষে ‘Road' শব্দ কেন? ভারতীয় রেলের অদ্ভুত নামকরণের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Knowledge Story: এক একটি স্টেশনের নামের শেষ এক এক রকম। সব স্টেশনই জায়গার নাম অনুসারে হলেও কোনোটির সাথে যুক্ত থাকে জংশন আবার কোনোটির সাথে যুক্ত থাকে রোড।
advertisement
1/7

ট্রেন যাত্রা ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের অনেকেরই জীবনের নিত্য সঙ্গী ট্রেন। ভারতে প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন প্রচুর মানুষ। ট্রেনের যাত্রা কম দামে অনেক বেশী আরামদায়ক। আর যারা ট্রেনে সফর করতে ভালোবাসেন তারা যদি জানালার ধারে বসার জায়গা পেয়ে যায়, তাহলে তো আর কথাই নেই।
advertisement
2/7
ভারতীয় রেলওয়ে এশিয়ায় দুই নম্বরে এবং গোটা পৃথিবীতে চার নম্বর স্থানে রয়েছে। ভারতীয় রেলওয়ের যে যাত্রাপথ তা সারা ভারতের মোটামুটি ৯২,০৮১ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে।
advertisement
3/7
আমাদের দেশে ছোট বড় মিলিয়ে মোট ৮,৫০০ রেলওয়ে স্টেশন আছে। আর আপনি কী জানেন প্রায় প্রতিদিন কতো মানুষ এতে যাতায়াত করে? সেদিক থেকে হিসেব করলে সেই সংখ্যাটি প্রায় ২২ মিলিয়ন অর্থাৎ ২ কোটির ও বেশী।
advertisement
4/7
কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই যে এক একটি স্টেশনের নামের শেষ এক এক রকম। সব স্টেশনই জায়গার নাম অনুসারে হলেও কোনোটির সাথে যুক্ত থাকে জংশন আবার কোনোটির সাথে যুক্ত থাকে রোড।
advertisement
5/7
শুনতে অদ্ভুত লাগলেও রোড কথাটি কী সত্যিই স্টেশনের সাথে যায়? স্টেশন তো একটি স্থান, রোড অর্থাৎ রাস্তা তো নয়। তাহলে কেন যুক্ত থাকে স্টেশনের সাথে রোড শব্দটি? জেনে নেওয়া যাক। এর পিছনে কোনও জটিল কারণ নয়, বরং সহজই।
advertisement
6/7
কারণ অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন একটি শহরে দুটি স্টেশন আছে। এবার দুটি স্টেশনের নাম যদি একই শহরের নামে হয় তাহলে অসুবিধা শুরু হবে।
advertisement
7/7
তাই স্টেশন দুটির নাম আলাদা করে বোঝাতে দুটি স্টেশনের একটু ভিন্ন করা হয়, এবং তখনই রোড শব্দটি ব্যবহার করা হয়। এই রোড শব্দটি মূলত যে স্টেশনটি তুলনামূলক কম ভিড় সম্পন্ন এবং প্রধান স্টেশন থেকে দূরে অবস্থিত, এইসব জায়গায় ব্যবহৃত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: স্টেশনের নামের শেষে ‘Road' শব্দ কেন? ভারতীয় রেলের অদ্ভুত নামকরণের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন!