TRENDING:

General Knowledge: Death Sentence: ফাঁসির শাস্তি বা মৃত্যুদণ্ড ঘোষণা করার পর সেই কলমের নিব কেন ভেঙে ফেলেন বিচারক বা বিচারপতিরা? শিউরে উঠবেন কারণ জানলে

Last Updated:
General Knowledge: Death Sentence: মৃত্যুদণ্ড ঘোষণা করে সাজার আদেশনামায় স্বাক্ষরের পর সেই কলম ঠুকরে নিব ভেঙে ফেলেন বিচারক বা বিচারপতি। কিন্তু কেন এই প্রথার সূত্রপাত হয়েছিল? নেপথ্যে রয়েছে একাধিক কারণ ও ব্যাখ্যা
advertisement
1/7
ফাঁসি বা মৃত্যুদণ্ড ঘোষণার পর কলমের নিব কেন ভেঙে ফেলেন বিচারক বা বিচারপতি? জানুন
আদালতে ফাঁসির শাস্তি বা মৃত্যুদণ্ড ঘোষণা করে সাজার আদেশনামায় স্বাক্ষরের পর সেই কলম ঠুকরে নিব ভেঙে ফেলেন বিচারক বা বিচারপতি। ব্রিটিশ সভ্যতা তথা উপনিবেশের এই রীতি আজও পালিত হয়ে আসছে ভারতে।
advertisement
2/7
কিন্তু কেন এই প্রথার সূত্রপাত হয়েছিল? নেপথ্যে রয়েছে একাধিক কারণ ও ব্যাখ্যা। মনে করেন বিশেষজ্ঞরা।
advertisement
3/7
একবার মৃত্যুদণ্ডে স্বাক্ষর দিয়ে দেওয়ার পর তাৎক্ষণিক ভাবে সেই রায় আর পরিবর্তন করবেন না ওই বিচারক বা বিচারপতি। সেই বার্তা দিতে ভেঙে ফেলা হয় ঝর্না কলমের নিব।
advertisement
4/7
যে কলমে স্বাক্ষর করা হল প্রাণদণ্ডের ফরমানে, তাতে রক্তের অনুষঙ্গ লাগল বলে মনে করা হয়৷ তাই নিব ভাঙার রীতি শুরু হয়েছিল৷
advertisement
5/7
যে কলমে স্বাক্ষর করা হয়েছে প্রাণদণ্ডের আদেশনামায়, সেটা দিয়ে আর কোনও কাজ যেন করা না হয়, সেটা বোঝাতেও ভাঙা হয় কলম৷
advertisement
6/7
প্রাণদণ্ডের আদেশে স্বাক্ষর করে বিচারক বা বিচারপতি নিজের পেশাদার কর্তব্য বা দায়বদ্ধতা পালন করেছেন মাত্র৷ এর সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন জড়িত নয়, সেই বার্তাও বহন করে এই রীতি৷
advertisement
7/7
যখন এই রীতি শুরু হয়েছিল তখন ফাউন্টেন পেনই ছিল লেখালেখির মূল মাধ্যম৷ অন্য কোনও পেন বা কলম সে সময় ছিল না৷ এখন নানা রকমের কলম থাকলেও সাধারণত মৃত্যুদণ্ড দেওয়ার সময় ফাউন্টেন পেন বা ঝর্না কলমই ব্যবহার করা হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: Death Sentence: ফাঁসির শাস্তি বা মৃত্যুদণ্ড ঘোষণা করার পর সেই কলমের নিব কেন ভেঙে ফেলেন বিচারক বা বিচারপতিরা? শিউরে উঠবেন কারণ জানলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল