TRENDING:

Knowledge Story: বরফের রং সাদা হয় কেন? উত্তর জানেন না অনেকেই

Last Updated:
Why is the color of Ice or snow only white:অনেকের মনেই প্রশ্ন থাকে জল থেকে জমে থাকা বরফের রং সাদা হয় কী করে বা দেখায় কী করে। কারণ জলের তো নিজের কোনও রং নেই।
advertisement
1/6
Knowledge Story: বরফের রং সাদা হয় কেন? উত্তর জানেন না অনেকেই
নতুন বছরে শীতের মরশুমে ছুটিতে অনেকেই বরফ দেখার জন্য পাহাড়ে পারি দেন। পাহাড়ের কোলে শ্বেত শুভ্র তুষার পাত দেখে চোখ-মন-প্রাণ জুড়িয়ে যায় আট থেকে আশি সকলের।
advertisement
2/6
কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে জল থেকে জমে থাকা বরফের রং সাদা হয় কী করে বা দেখায় কী করে। কারণ জলের তো নিজের কোনও রং নেই। তবে কোনও অলৌকিক কারণ নয়, এর পিছনে রয়েছে বিজ্ঞান।
advertisement
3/6
প্রতিটি বস্তুকে আলাদা আলাদা রঙের কেন দেখা যায়, সে কারণটা হয়তো অনেকেই জানেন। সাদা আলোতে সাতটি রং থাকে। সেটা অনেক আগেই বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে।
advertisement
4/6
কোনও বস্তুতে আলো পড়লে সেই বস্তুটি কিছু রং শোষণ করে আর কিছু রং প্রতিফলিত হয়। যে রংটি প্রতিফলিত হয়ে ফিরে আসে, সেটিই ওই বস্তুর রং হিসেবে আমাদের চোখে পড়ে।
advertisement
5/6
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সবুজ পাতার কথা। গাছের পাতা সূর্যের সাতটি রঙের ছয়টিই শুষে নেয়। বাকি একটি রং, অর্থাৎ সবুজ রংটি প্রতিফলিত করে। তাই আমরা পাতাকে সবুজ রঙের দেখি।
advertisement
6/6
যখন আকাশ থেকে তুষারপাত হয়, তখন এটি বর্ণহীন হয়। আলো প্রায় অশোষিত অবস্থায় চারিদিকে ছড়িয়ে পড়ে। আর আলোর কোন রংই যখন বরফ শোষণ করে না, তখন বরফ তো সাদা হবেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বরফের রং সাদা হয় কেন? উত্তর জানেন না অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল