Knowledge Story: অন্ধরা কেন 'কালো চশমা' পরেন...? ৯৯% মানুষেরই উত্তর খুঁজে কালঘাম ছুটছে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: রোদ্দুর ও আল্ট্রা ভায়োলেট রে থেকে মুক্তির উপায় ছাড়াও সানগ্লাস অনেকটাই স্টাইলের সঙ্গে যুক্ত। কিন্তু সানগ্লাস অন্ধদের সঙ্গেও যুক্ত। বড় ফ্রেমের গাঢ় চশমা পরতে দেখা যায় অন্ধ ব্যক্তিদের। কিন্তু কেন এমন দেখা যায়?
advertisement
1/8

অনেকেই আছেন যারা চোখে সংবেদনশীলতার কারণে বা ফ্যাশনের কারণে সানগ্লাস পরতে পছন্দ করেন। অবশ্যই, কালো চশমা দেখতে খুবই স্টাইলিশ দেখায় এবং বলিউডে এটি নিয়ে অনেক গানও তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। রোদ্দুর ও আল্ট্রা ভায়োলেট রে ছাড়াও সানগ্লাস অনেকটাই স্টাইলের সঙ্গে যুক্ত। কিন্তু সানগ্লাস অন্ধদের সঙ্গেও যুক্ত। বড় ফ্রেমের গাঢ় চশমা পরতে দেখা যায় অন্ধ ব্যক্তিদের। কিন্তু কেন এমন দেখা যায়?
advertisement
2/8
চোখ শরীরের একটি মূল্যবান এবং খুবই স্পর্শকাতর অঙ্গ। পৃথিবীর সৌন্দর্য আমরা শুধু চোখ দিয়েই দেখতে পারি। যারা জন্মান্ধ বা যাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে তাঁদের কাছ থেকে চোখের দাম জিজ্ঞেস করুন। সুতরাং আপনারও চোখের যত্ন নেওয়া উচিত। খারাপ লাইফস্টাইলের কারণে চোখ দুর্বল হতে শুরু করে।
advertisement
3/8
তবে যাদের চোখে কিছু সমস্যা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অন্ধ ব্যক্তিরা কেবল গাঢ় কালো চশমা পরেন। কখনও ভেবে দেখেছেন কালো চশমার সঙ্গে চোখের সম্পর্ক কী? তাহলে জেনে নেওয়া যাক অন্ধদের কালো চশমা পরার পরামর্শ দেওয়া হয় কেন।
advertisement
4/8
অন্ধ ব্যক্তিরা ছাড়াও যাদের চোখে সংক্রমণ আছে বা ছানির মতো অপারেশন হয়েছে তারাও কালো চশমা ব্যবহার করেন। এমনকি 'জয় বাংলা' বা 'কনজাংটিভাইটিস' হলেও কিন্তু চিকিৎসকরা তাদের কালো চশমা পরার পরামর্শ দেন। তাহলে জেনে নেওয়া যাক কালো চশমা কী ভাবে চোখকে রক্ষা করে।
advertisement
5/8
বিশেষজ্ঞদের মতে, একজন অন্ধ ব্যক্তির চোখ কিন্তু পুরোপুরি নষ্ট হয় না, অনেক অংশে কাজ করে। তবে বেশিরভাগ মানুষের চোখ 'ইম্প্রেশন' তৈরি করতে অক্ষম হয়ে যায়। এছাড়া চোখের অনেক রোগ আছে, যার কারণে মানুষ অন্ধ হয়ে গেলেও অন্ধ ব্যক্তির চোখের কিছু অংশ সব সময় কাজ করে।
advertisement
6/8
একজন অন্ধ হবার চক্ষুরোগী সূর্যের আলোতে গেলে সাধারণত সুস্থ মানুষের চোখের চেয়ে তার চোখ বেশি কষ্ট পায়। এমনকি চোখ জ্বলতেও থাকে। কখনও কখনও এই ব্যথা এতটাই অসহ্য হয় যে ওই আক্রান্ত ব্যক্তি ১০ পা হাঁটতেও পারে না। সেক্ষেত্রে চোখকে কষ্ট থেকে মুক্তি দিতেও এই পরামর্শ দেওয়া হয়ে থাকে।
advertisement
7/8
এছাড়া বেশিরভাগ অন্ধ মানুষের চোখের সামনে কমলা রঙ থাকে। এমন পরিস্থিতিতে গাঢ় কালো রঙের চশমা সূর্যের রশ্মি চোখে পৌঁছাতে বাধা দেয়, ফলে চোখ বিশ্রাম পায়।
advertisement
8/8
তাই অন্ধ ও চক্ষু রোগীদের বিশেষ ধরনের গাঢ় রঙের চশমা দিয়ে থাকেন চিকিৎসকরা। উল্লেখ্য, অন্ধদের কালো চশমা সাধারণ নাগরিকদের সানগ্লাস থেকে আলাদা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: অন্ধরা কেন 'কালো চশমা' পরেন...? ৯৯% মানুষেরই উত্তর খুঁজে কালঘাম ছুটছে!