TRENDING:

Knowledge Story: ভারতের কোন গ্রামে সবার আগে সূর্য ওঠে? উত্তর দিতে ব্যর্থ অনেকেই, এবার আপনার পালা

Last Updated:
Which village in India see the first sunrise: ভারতের কোন রাজ্যের কোন গ্রামে প্রথম সূর্যোদয় হয়? সেই গ্রামটির নাম কী? এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে।
advertisement
1/7
ভারতের কোন গ্রামে সবার আগে সূর্যোদয় হয়?উত্তর দিতে ব্যর্থ অনেকেই, এবার আপনার পালা
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/7
তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ভারতের কোন রাজ্যের কোন গ্রামে প্রথম সূর্যোদয় হয়? সেই গ্রামটির নাম কী? এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে।
advertisement
4/7
এবার আসা যাক উত্তরের পালায়। ভারতে সূর্যোদয় প্রথম দেখা যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ রাজ্যের আনজাও জেলার একটি ছোট গ্রাম ডং আমাদের দেশের প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে। জেনে নেওয়া যাক এর কারণ।
advertisement
5/7
সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২৪০ মিটার উঁচুতে অরুণাচলের অ্যাঞ্জোয় নদী-পাহাড় ঘেরা ছবির মতো গ্রামটির নাম ডং। চিন ও মায়ানমারের মাঝে স্যান্ডউইচ হয়ে গেলেও, তার রূপে কমতি নেই। ব্রহ্মপুত্রের উপনদ লোহিত ও সতীর সংগমস্থল ডং-এর শোভা বৃদ্ধি করেছে।
advertisement
6/7
১৯৯৯ সালে প্রথম জানা যায়, ভারতের পূর্বতম এই গ্রামটিতেই দিনের প্রথম সূর্য ওঠে। ক্রমে সেই আলো সরতে সরতে ছড়িয়ে পড়ে অন্যত্র। ডং-এর এই সূর্যোদয় দেখতে পর্যটকদের ৮ কিলোমিটার ট্রেক পাহাড়ের পিছনে থাকা এই গ্রামটিতে পৌঁছতে হয়।
advertisement
7/7
দেশের অন্যান্য জায়গার থেকে এক ঘণ্টা আগে এই ডং গ্রামে সূর্য ওঠে। সূর্যাস্তও তাড়াতাড়ি হয়। শীতকালে এখানে ভোর ৫.৫৪-য় সূর্যোদয় হয়, সূর্য অস্ত যায় বিকেল সাড়ে ৪টেয়। দেশের প্রথম সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের কাছে এই গ্রাম খুবই জনপ্রিয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ভারতের কোন গ্রামে সবার আগে সূর্য ওঠে? উত্তর দিতে ব্যর্থ অনেকেই, এবার আপনার পালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল