TRENDING:

Knowledge Story: বলুন তো, এক সফরে ১৩টি রাজ্যে যায় কোন ট্রেন? উত্তর জানলে আপনি জিনিয়াস

Last Updated:
Knowledge Story Which Train Of Indian Railways Goes To 13 states in One Journey:ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে। কিন্তু ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা।
advertisement
1/6
বলুন তো, এক সফরে ১৩টি রাজ্যে যায় কোন ট্রেন? উত্তর জানলে আপনি জিনিয়াস
ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। রেলকে প্রধান পরিবহণ হিসেবে ব্যবহার করলেও ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা।
advertisement
2/6
আমাদের দেশে এমন একটি ট্রেন রয়েছে যা ১৩টি রাজ্যের উপর দিয়ে যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দেশের প্রায় অর্ধেক রাজ্যের উপর দিয়ে এই ট্রেন গেলেও তা কিন্তু দেশের সবথেকে লম্বা রুটের ট্রেন নয়।
advertisement
3/6
বর্তমানে ভারতে মোট ২৮টি রাজ্য রয়েছে। এছাড়া রয়েছে ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল। ফলে ২৮টি রাজ্যের মধ্যে এই ট্রেনটি ১৩টি একটি সফরেই ১৩টি রাজ্যের উপর দিয়ে যায়। মেঙ্গালুরু সেন্ট্রাল থেকে ট্রেনটি যায় শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত।
advertisement
4/6
এবার আপমাদের সকলের মনেই একটা প্রশ্ন জাগছে ১৩টি রাজ্যের উপর দিয়ে যাওয়া এই ট্রেনটির নাম কী? এই দূরপাল্লার ট্রেনের নাম নবযুগ এক্সপ্রেস। দীর্ঘ সফরের কারণে এই ট্রেনটির যথেষ্ট জনপ্রিয় যাত্রীদের কাছে।
advertisement
5/6
ট্রেনটি কর্ণাটক থেকে ছেড়ে চলে যায় কেরালা। তারপর কেরালা থেকে তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ। সেখান থেকে মহারাষ্ট্রে। এরপর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ হয়ে পৌঁছয় জম্মু কাশ্মীর।
advertisement
6/6
এই ১৩টি রাজ্যের মধ্যে ১২টি রাজ্যের স্টেশনে দাঁড়ায় এই নবযুগ এক্সপ্রেস। শুধুমাত্র হিমাচল প্রদেশের ওপর দিয়ে গেলেও কোনও স্টেশনে দাঁড়ায় না এই এক্সপ্রেস। এই ট্রেনই একমাত্র ট্রেন যা দেশের সবথেকে বেশি রাজ্যের উপর দিয়ে যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, এক সফরে ১৩টি রাজ্যে যায় কোন ট্রেন? উত্তর জানলে আপনি জিনিয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল