বলুন তো কোন মশলাকে 'মশলার রাজা' King Of Spices বলা হয়...? নাম শুনলে জ্বলে উঠবেন আপনিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: বই ও পত্র পত্রিকা ছাড়াও নিয়মিত ধাঁধা বা কুইজ চর্চা সাধারণজ্ঞান বাড়াতে দারুণভাবে কাজে দেয়। আজ এই প্রতিবেদনে সেরকমই কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করা হল।
advertisement
1/12

সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যহ্যিক জীবন থেকে চাকরির পরীক্ষা সবেতেই কাজে লাগে। যে কোনও ব্যক্তির পক্ষে যে কোনও পরিবেশে নজর কাড়তেও কার্যকর হতে পারে এই জ্ঞান। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে তাঁর সাধারণ জ্ঞান ও পারিপার্শ্বিকের উপরে সম্যক জ্ঞানের উপরে।
advertisement
2/12
সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ ব্যক্তিকে এই বিশ্বব্রহ্মাণ্ডকে আরও ভালভাবে বুঝতে, নতুন জিনিসগুলি অন্বেষণ করতে এবং শিখতে এবং অন্যদের সঙ্গে যোগাযোগ দৃহ করতে সহায়তা করে৷
advertisement
3/12
আপনি যদি সাধারণ জ্ঞান বাড়াতে চান তবে আপনি ধাঁধা বা কুইজের চর্চা করতেই পারেন। কারণ বই ও পত্র পত্রিকা ছাড়াও নিয়মিত ধাঁধা বা কুইজ চর্চা সাধারণজ্ঞান বাড়াতে দারুণভাবে কাজে দেয়।
advertisement
4/12
আজ এই প্রতিবেদনে সেরকমই কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করা হল।
advertisement
5/12
প্রশ্ন ১ - বেশি টোম্যাটো খেলে কোন রোগ হতে পারে? উত্তর ১ - খুব বেশি টোম্যাটো খেলে পেটে পাথর হতে পারে।
advertisement
6/12
প্রশ্ন ২ - কোন জিনিস নিয়মিত খেলে কিডনি সুস্থ থাকে? উত্তর ২ - ফুলকপি একটি উচ্চ ভিটামিন সি-যুক্ত খাবার, যা টক্সিন অপসারণ করতে সাহায্য করে। প্রদাহরোধী রসুনের সঙ্গে মিশিয়ে এটি খাওয়ালে কিডনির রোগের ঝুঁকি এড়ানো যায়
advertisement
7/12
প্রশ্ন ৩ - চা পান করলে কোন রোগ হয়? উত্তর ৩ - চা পান করলে জলশূন্যতা, অ্যাসিডিটি, রক্তচাপ, পেটের সমস্যা, অম্বল, অন্ত্রের উপর প্রভাব ইত্যাদি হতে পারে।
advertisement
8/12
প্রশ্ন ৪ - কাকে মশলার রাজা বলা হয়? উত্তর ৪ - গোল মরিচ বা ব্ল্যাক পেপারকে মশলার রাজা বলা হয়।
advertisement
9/12
প্রশ্ন ৫ - চা প্রথম আবিষ্কৃত হয় কোন দেশে? উত্তর ৫ - বেশিরভাগ লোক মনে করে যে চা ভারতে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু তা নয়। শুরুটা হয়েছিল চিনে।
advertisement
10/12
প্রশ্ন ৬ - সবুজ ছোলা কোন রোগ কমায়? উত্তর ৬ - সবুজ ছোলা রক্তে শর্করা কমায়।
advertisement
11/12
প্রশ্ন ৭ - কোন প্রাণী জল পান করার সঙ্গে সঙ্গে মারা যায়? উত্তর ৭ - জল পান করার সঙ্গে সঙ্গেই ক্যাঙ্গারু মারা যায়।
advertisement
12/12
প্রশ্ন ৮ - পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর ৮ - পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বলুন তো কোন মশলাকে 'মশলার রাজা' King Of Spices বলা হয়...? নাম শুনলে জ্বলে উঠবেন আপনিও