TRENDING:

Knowledge Story: ভারতের কোন 'ভাষা' উল্টো লিখলেও সোজা দেখায়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

Last Updated:
Knowledge Story Which Language Of India Looks Straight If Written Upside Down: ভারতে রয়েছে এমন একটি ভাষা, যা ইংরেজিতে উল্টে লিখলেও সোজা দেখায়। কোন ভাষা? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেরই অজানা।
advertisement
1/6
ভারতের কোন 'ভাষা' উল্টো লিখলেও সোজা দেখায়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
আমরা জানি যেকোনও চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/6
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/6
১৪০ কোটির দেশ ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ভারত নিয়ে জ্ঞানের ভান্ডারও কম নয়। বর্তমানে ভারতের অনেক কিছুই রয়েছে যা আমাদের অজানা। যার মধ্যে রয়েছে অনেক সাধারণ জ্ঞানের বিষয়।
advertisement
4/6
তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ভারতে রয়েছে এমন একটি ভাষা, যা ইংরেজিতে উল্টে লিখলেও সোজা দেখায়। কোন ভাষা? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেরই অজানা।
advertisement
5/6
একটু বুদ্ধি প্রয়োগ করলেই কিন্তু এর উত্তর দেওয়া সম্ভব। উত্তরটি হল মালায়ালম। ইংরেজিতে Malayalam লিখুন, উল্টো দিক দিয়ে অক্ষরগুলিকে সাজান দেখুন একই থাকবে।
advertisement
6/6
মালায়লাম হল ভারতের কেরালা রাজ্য এবং মালয়ালী জনগণের দ্বারা লাক্ষাদ্বীপ ও পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলে কথিত একটি দ্রাবিড় ভাষা। এটি ভারতের ২২টি নির্ধারিত সরকারি ভাষার মধ্যে একটি। ২০১৩ সালে মালায়লামকে "ভারতের শাস্ত্রীয় ভাষা" হিসেবে মনোনীত করা হয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ভারতের কোন 'ভাষা' উল্টো লিখলেও সোজা দেখায়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল