TRENDING:

Knowledge Story: বিমানে কোন ফল নিয়ে যাত্রা করা একেবারে নিষিদ্ধ, ধরা পড়লে হাজতবাসও হতে পারে

Last Updated:
Which Fruit Prohibited to carry during flight: বিমানে ভ্রমণের করতে গেরে নানা নিয়ম মেনে চলতে হয় সেই কথ আমরা সকলেই জানি। কোন জিনিস নেবেন আর কোন জিনিস নেবেন না তার একটা লন্বা লিস্ট রয়েছে। তবে বিমানে যাত্রার সময় কোন ফল বহন করা পুরোপুরি নিষিদ্ধ তা অনেকের কাছেই অজানা।
advertisement
1/8
বিমানে কোন ফল নিয়ে যাত্রা করা একেবারে নিষিদ্ধ, ধরা পড়লে হাজতবাসও হতে পারে
বিমানে ভ্রমণের করতে গেরে নানা নিয়ম মেনে চলতে হয় সেই কথ আমরা সকলেই জানি। কোন জিনিস নেবেন আর কোন জিনিস নেবেন না তার একটা লন্বা লিস্ট রয়েছে।
advertisement
2/8
বিশেষ করে বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো। ফ্লাইটে ভ্রমণ করতে গেলে সেই সকল নিয়ম-কানুন আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।
advertisement
3/8
তবে এমন কিছু নিয়ম রয়েছে বিমানে যাতায়াতের ক্ষেত্রে যা আমাদের অনেকের কাছেই অজানা। ফলে সেই সকল জিনিস সঙ্গে করে নিয়ে গেলে বিপত্তি বাঁধতে পারে।
advertisement
4/8
তেমনই একটি বিষয় হল আপনি বিমানে যাত্রা করার সময় কোন ফল নিয়ে যেতে পারবেন না? ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
5/8
এবার আসার যাক উত্তরে। বিমানে যে ফল নিয়ে ভ্রমণ করা একেবারে নিষিদ্ধ সেটি হব নারকেল। কারণ এটি একটি শক্ত ও ভারী বস্তু আর যে কেউ এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তাই।
advertisement
6/8
নিরাপত্তার কারণে ফ্লাইটে সাধারণত নারকেল নিয়ে বিমনে ভ্রমণ করতে দেওয়া হয় না। নারকেলের ভিতর যে তরল থাকে তা কোনও ভাবে বেরিয়ে গেলে তা পিচ্ছিল পৃষ্ঠ তৈরি করতে পারে, যার ফলে কেবিনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে।
advertisement
7/8
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি কার্ড ভাইরাল হয়েছিল। যেখানে স্পষ্ট লেখা ছিল কোন কোন জিনিস নিয়ে প্লেনে ওঠা যাবে না। তার মধ্যে নারকেলও ছিল ও তার পাশে পরিষ্কারভাবে ক্রস চিহ্ন দেওয়া ছিল।
advertisement
8/8
সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এয়ারলাইন্সগুলির এমন জিনিস বহন করার উপর বিধিনিষেধ রয়েছে যা সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে বা ফ্লাইটে ব্যাঘাত ঘটাতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বিমানে কোন ফল নিয়ে যাত্রা করা একেবারে নিষিদ্ধ, ধরা পড়লে হাজতবাসও হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল