Knowledge Story: বলুন তো দেশের লঙ্কার 'রাজধানী' কোন জেলা? উত্তর অজানা ৯০ শতাংশের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story Which city is called the capital of Chili in India: ভারতের বেশিরভাগ রাজ্যেই লঙ্কার চাষ হয়ে থাকে। তবে দেশের কোন রাজ্যের কোন জেলায় সবথেকে বেশি লঙ্কার চাষ করা হয়, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
1/5

আমাদের দেশের খাদ্যাভ্যাসে লঙ্কার ব্যবহার নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিটি বাড়িতেই লঙ্কার কম-বেশি ব্যবহার হয়ে থাকে। চাহিদা মেটাতে দেশের বিভিন্ন প্রান্তে লঙ্কার চাষ করা হয়।
advertisement
2/5
ভারতের বেশিরভাগ রাজ্যেই লঙ্কার চাষ হয়ে থাকে। তবে দেশের কোন রাজ্যের কোন জেলায় সবথেকে বেশি লঙ্কার চাষ করা হয়, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
3/5
ভারতের লঙ্কার যা চাহিদা তার প্রায় ৪০ শতাংশই প্রতিবছর মিটিয়ে দেয় কেরল এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য। আর দেশের সবথেকে লঙ্কা চাষ হয় অন্ধ্রপ্রদেশেরই এক জেলায়। তার নাম হল গুন্টুর।
advertisement
4/5
গুন্টুর জেলায় বিভিন্ন প্রজাতির লঙ্কাও চাষ হয়ে থাকে। যার অনেকগুলির নামও খুব একটা শোনা যায় না। সনম এস৪, ৩৩৪, অঙ্কুর, পাটকি, রোশনি, ইন্দো ৫, রিঙ্কল, তেজা, বাদগি, মধুবালা সহ আরও অনেক।
advertisement
5/5
গুন্টুর শহরকেই বলা হয় ভারতের লঙ্কা রাজধানী। এই জেলা থেকে শুধু ভারতের বিভিন্ন প্রান্তেই নয়, বিদেশেও লঙ্কা রফতানি করা হয়। বিশ্বে ভারত থেকে যে পরিমাণ লঙ্কা রফতানি হয় তার বেশিরভাগটাই গুন্টুর জেলা থেকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো দেশের লঙ্কার 'রাজধানী' কোন জেলা? উত্তর অজানা ৯০ শতাংশের