Knowledge Story: কোন প্রাণীর বমি কোটি-কোটি টাকায় বিক্রি হয়? বলুন তো দেখি, উত্তর দিতে ব্যর্থ অনেকেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Which Animal Vomit sold in crores of rupees: কোনও প্রাণীর বমি বাজারে বিক্রি হয়? তা-ও আবার কোটি-কোটি টাকায়। শুনে অবাক হলেন তো? এটি একেবারেই সত্য। এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
1/8

সরকারি হোক বা বেসরকারি যে কোনও চাকরির পরীক্ষাতে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন এসে থাকে যা অনেককেই চিন্তায় ফেলে দেয়। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
advertisement
2/8
এই প্রতিবেদনে তেমনই একটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। কোনও প্রাণীর বমি বাজারে বিক্রি হয়? তা-ও আবার কোটি-কোটি টাকায়। শুনে অবাক হলেন তো? এটি একেবারেই সত্য। এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/8
আপনারা জানলে অবাক হবেন সেই প্রাণীর নাম তিমি মাছ। তিমি মাছের বমি বাজারে বিক্রি হয় কোটি টাকায়। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তিমি মাছের বমিতে এমন কী রয়েছে যে তার দাম কোটি কোটি টাকা।
advertisement
4/8
তিমি মাছের বমিকে অ্যাম্বারগ্রিস বলে। তিমির পাকস্থলিতে অ্যাম্বারগ্রিস তৈরি হতে বছরের বেশি সময় লেগে যায়। তিমি হাজার হাজার স্কুইড খায়। মাঝে মাঝে সেই স্কুইড পাকস্থলি ও অন্ত্রের মাঝখানে জায়গায় গিয়ে জমা হয়।
advertisement
5/8
পাকস্থলি ও অন্ত্রের মাঝখানে দীর্ঘ দিন জমা থাকার পর তা অ্যাম্বারগ্রিসে পরিণত হয়। পরে এক সময় তিমি তা মুখ দিয়ে বের করে দেয়। বমি করে দেয়ও বলা যায়। অ্যাম্বারগ্রিস খানিকটা মোমের মতো পিচ্ছিল হয়।
advertisement
6/8
তবে প্রথমে যখন তিমির মুখ থেকে বের হয় তখন সেটাতে কিছুটা বাজে গন্ধ থাকে। কিন্তু যখন তীরে আসার পর এটা আস্তে আস্তে শক্ত হয়, তখন এর দারুণ গন্ধ হয়। এজন্য সুগদ্ধি তৈরিতে ব্যাপক চাহিদা এই অ্যাম্বারগ্রিসের।
advertisement
7/8
বিশ্বের বিভিন্ন দামি সুগন্ধি ছাড়াও বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এই অ্যাম্বারগ্রিস। তাই তিমি মাছের বমিকে বিজ্ঞানীরা ‘ভাসমান সোনা’ বলে থাকেন। তবে ভারতীয় আইন অনুসারে অ্যাম্বারগ্রিস অর্জন বা বিক্রি করা অপরাধ।
advertisement
8/8
বিজ্ঞানীদের মতে, তিমি মাছের বমিতে অ্যালকোহল থাকে। কিন্তু প্রথমে, এর গন্ধ মলের মতো হয়। ধীরে-ধীরে তা কাদামাটির মতো হতে থাকে। তারপর জলে থাকা অবস্থায়, তা ঠাণ্ডা হয়ে পাথরের মতো হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: কোন প্রাণীর বমি কোটি-কোটি টাকায় বিক্রি হয়? বলুন তো দেখি, উত্তর দিতে ব্যর্থ অনেকেই