TRENDING:

Knowledge Story: হঠাৎ ঘুরতে থাকা পৃথিবী যদি থেমে যায়, কী হবে আন্দাজ আছে? বিজ্ঞানীরা বলছেন অদ্ভুত কথা

Last Updated:
Knowledge Story: কিন্তু এই পৃথিবীর গতির ফল আমরা যেমন আপাত ভাবে বুঝতে পারি, তেমনই, যদি পৃথিবী ঘোরা থামিয়ে দেয়, তা হলেও কি আমরা বুঝতে পারব সব?
advertisement
1/7
ঘুরতে থাকা পৃথিবী যদি থেমে যায়, কী হবে আন্দাজ আছে? বিজ্ঞানীরা বলছেন অদ্ভুত কথা
পৃথিবী তার নিজের কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে৷ সেই ঘোরার কারণে পৃথিবীতে দিন রাতের ফারাক আছে৷ আছে সময়ের নানা দিক, আছে ঋতু পরিবর্তন৷ কিন্তু এই পৃথিবীর গতির ফল আমরা যেমন আপাত ভাবে বুঝতে পারি, তেমনই, যদি পৃথিবী ঘোরা থামিয়ে দেয়, তা হলেও কি আমরা বুঝতে পারব সব?
advertisement
2/7
পৃথিবীতে ঘুরছে, প্রতিদিন চলতে চলতে আমরা তা আলাদা করে বুঝতে পারি না, কারণ আমরাও সেই গতির অংশ৷ কত শত মাইল প্রতি ঘণ্টায় ঘুরে চলেছে পৃথিবী, অথচ আমরা তেমন কিছুই বুঝতে পারছি না৷ এ ছাড়া নিজের গতির পাশাপাশি, সূর্যকে কেন্দ্র করেও পৃথিবী ঘুরছে৷
advertisement
3/7
নিউটনের প্রথম গতিসূত্রের কথা এক্ষেত্রে খাটে৷ পৃথিবী ঠিক কত জোরে ঘোরে? সে আন্দাজেরও বাইরে৷ প্রতিঘণ্টায় এটি ১০৩৬ মাইল অর্থাৎ ১,৬৬৭ কিলোমিটার জোরে ঘুরছে৷ শব্দের গতির থেকেও জোরে৷
advertisement
4/7
কিন্তু সেই পৃথিবী যদি ঘোরা বন্ধ করে দেয়, তা হলে কী হবে? কী হতে পারে? প্রথমত দিন রাতের চক্র ঘেঁটে যাবে৷ পৃথিবীর একটি অর্ধে ছ’মাস রাত থাকবে, আরও একটি অর্ধে থাকবে ছ’মাস দিন৷ সেটিই বদলে বদলে যাবে৷ তবে প্রতিটি অংশে ঋতূপরিবর্তন আগের মতোই হবে৷
advertisement
5/7
যে খানে দিন থাকবে, সেখানে থাকবে তীব্র গরম, আর যেদিকে থাকবে রাত, সেখানে থাকবে তীব্র ঠাণ্ডা৷ তবে সাগরের জলের সরবরাহ ব্যহত হবে৷ গতির জন্যই মেরু থেকে জল গলে আসে সাগরে৷ সেটি আর হবে না
advertisement
6/7
মানুষের জীবনও পাল্টে যাবে অনেকটা৷ তখন এক অর্ধের মানুষকে ছ’মাস আঁধারে কাটাতে হবে৷ তাতে সব কাজের ধরণ পাল্টে যাবে, পাল্টে যাবে গাছগাছালির প্রকৃতি৷ উল্টোদিকে, একদিকের মানুষ রোদের তাপে তেতেপুড়ে উঠবে৷
advertisement
7/7
আর পৃথিবীর নিজস্ব ঘোরার গতি পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে বিশেষ ভাবে সাহায্য করে৷ সেই ঘোরার গতি যদি কমে আসে, তা হলে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে না, এর ফলে পৃথিবীর অনেককিছুর বদল ঘটবে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: হঠাৎ ঘুরতে থাকা পৃথিবী যদি থেমে যায়, কী হবে আন্দাজ আছে? বিজ্ঞানীরা বলছেন অদ্ভুত কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল