TRENDING:

Knowledge Story: ভারতের জাতীয় ফুল তো পদ্ম, বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী?

Last Updated:
What is The State Flower of West Bengal: ভারতের জাতীয় ফুলের নাম পদ্ম সকলের জানা। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী? উত্তর দিতে ব্যর্থ হয়েছেন অনেকেই।
advertisement
1/7
Knowledge Story:ভারতের জাতীয় ফুল তো পদ্ম,বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী
প্রত্যেক দেশের যেমন জাতীয় পশু, পাখি, ফল, ফুল থাকে, ঠিক তেমনই প্রতিটি রাজ্যেরও আলাদা করে সবকিছুই থাকে। কিন্তু রাজ্যের চিহ্ন বা বিষয়গুলি অনেকের কাছেই অজানা।
advertisement
2/7
আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতীকগুলির নাম জানেন না। আজকের এই প্রতিবেদেনে তেমনই একটি পশ্চিমবঙ্গের জিনিস আপনাদের জানাব, যা অনেকের অজানা।
advertisement
3/7
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে। তাই নিজেকে তৈরি রাখা খুব দরকার।
advertisement
4/7
ভারতের জাতীয় ফুলের নাম তো পদ্ম। তা ছোট ছোট ছেলেমেয়ারাও জানে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী? দেখা গিয়েছে সেই উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
5/7
রাতে শিউলি ফুল ফোটার কারমে এর রং সাদা হয়। সকাল হতেই েই ফুল ঝড়ে যায়। শরৎ কালে সবথেকে বেশি শিউলি ফুল ফোটে। তাছাড়া সারাবছর কম বেশি শিউলি ফুল ফোটে। শিইলি ফুল ও পাতার নানা ঔষধী গুন রয়েছে।
advertisement
6/7
ম্যালেরিয়া, ঠান্ডা লাগা, কাশি, হাল্কা জ্বর, আর্থারাইটিস, কৃমির সমস্যায় শিউলি পাতার রস খুবই উপকারি। শিউলি ফুলের বীজ মাথার খুশকি নিরাময়ে খুবই উপযোগী। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভূটান, পাকিস্তানে শিউলি ফুল দেখা যায়।
advertisement
7/7
পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হল শিউলি ফুল। অনেকে শেফালি ফুলও বলে থাকে। এর ইংরেজি নাম Night Flowering Jasmine। শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম নিকটেন্থিস অর্বোর ট্রিসটিস (Nyctanthes arbor-tristis)।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ভারতের জাতীয় ফুল তো পদ্ম, বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল