TRENDING:

Knowledge Story: নাক ও ঠোঁটের মাঝের জায়গাকে কী বলা হয়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

Last Updated:
What is the space between the nose and lips called: শরীরের বেশির ভাগ অংশের নাম আমরা সকলেউ জানি। তবে এখনও আাদের শরীরে এমন কিছু অংশ রয়েছে যার নাম অনেকের কাছেই অজানা।
advertisement
1/6
নাক ও ঠোঁটের মাঝের জায়গাকে কী বলা হয়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
শরীরের বেশির ভাগ অংশের নাম আমরা সকলেই জানি। তবে এখনও আাদের শরীরে এমন কিছু অংশ রয়েছে যার নাম অনেকের কাছেই অজানা।
advertisement
2/6
বিশেষ করে সরকারি বা বেসরকারি চাকরীর ক্ষেত্রে এই সকল আনকমন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তাই এই ধরনের জিকে জেনে রাখা দরকার।
advertisement
3/6
তেমন একটি শরীরের অংশ হল আমাদের নাক ও ঠোঁট অথবা নাক ও মুখের মাঝের ফাঁকা অংশকে কী বলা হয়। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
4/6
এই অংশটি প্রতিটি ব্যক্তির মধ্যে আলাদা। তার মানে, আপনার এই অংশের আকার আপনার মুখের আকার এবং আকার অনুযায়ী হবে। এই অংশের কার্যকারিতা কম নয়।
advertisement
5/6
এটি উপরের ঠোঁটকে সঠিক জায়গায় রাখতে সাহায্য করে। আসলে, বয়সের সাথে সাথে, যখন শরীরের অন্যান্য অংশগুলি আলগা হতে শুরু করে, তখন এটি ঠোঁট এবং নাকের মধ্যে একটি সঠিক গ্যাপ তৈরি করার কাজ করে।
advertisement
6/6
বিজ্ঞানের ভাষায় ঠোঁটের ওপরের ও নাকের নিচের অংশকে ফিলট্রাম (Philtrum) বলা হয়। এই অংশে ছেলেদের গোঁফ থাকে। মেয়েদের লোম অনেক কম হয় এই অংশে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: নাক ও ঠোঁটের মাঝের জায়গাকে কী বলা হয়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল