TRENDING:

Knowledge Story: বিশ্বের প্রাচীনতম খেলা কী? বিশ্বে কোন খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল? ভুল উত্তর দিয়েছেন ৯০ শতাংশ-ই, আপনি পারবেন?

Last Updated:
বিশ্বের প্রথম শুরু হওবা খেলাটি এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা
advertisement
1/6
বলুন তো বিশ্বের প্রাচীনতম খেলা কী? বিশ্বে কোন খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল?
বিশ্বের প্রাচীনতম খেলা কী? বিশ্বে কোন খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল? ভুল উত্তর দিয়েছেন ৯০ শতাংশ-ই, আপনি পারবেন?
advertisement
2/6
বিশ্বের প্রাচীনতম খেলা কী? বিশ্বে কোন খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল? উত্তর হল কুস্তি। ১৫,৩০০ বছর আগে ফ্রান্সের লাসকাক্সে একটি গুহায় আঁকা ছবি দেখে ধারণা করা হয়, সেই সময়-ও কুস্তি ছিল।
advertisement
3/6
কুস্তি হল শারীরিক লড়াইকে কেন্দ্র করে একটি খেলা। এই খেলায় ক্লিঞ্চ লড়াই, থ্রো এবং চেকডাউন, জয়েন্ট লোক, পিন এবং গ্র্যাপলিং হোল্ড এর মত গ্র্যাপলিং কৌশল ব্যবহৃত হয়।
advertisement
4/6
প্রাচীন মিশরে বিভিন্ন সমাধি সম্পর্কিত নথিতে এবং মিশরীয় কারূশিল্পে কুস্তির প্রমাণ এবং উল্লেখ আছে।
advertisement
5/6
শুধু ফ্রান্স নয়। মঙ্গোলিয়া, লিবিয়া ও জাপানের প্রাগঐতিহাসিক গুহাগুলিতেও মিলেছে কুস্তিগিরদের ছবি।
advertisement
6/6
ইতিহাসবিদরা একটি প্যাপিরাসের খণ্ড আবিষ্কার করেন, যেটি ১০০ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যে। সেই প্যাপিরাসেও ছিল কুস্তির উল্লেখ। সর্বোপরি, এটি এখন-ও পর্যন্ত বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বিশ্বের প্রাচীনতম খেলা কী? বিশ্বে কোন খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল? ভুল উত্তর দিয়েছেন ৯০ শতাংশ-ই, আপনি পারবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল