Knowledge Story: ভারতের জাতীয় খাবার কী? রান্নাও হয় চটজলদি, উত্তর কিন্তু চমকে দেবে!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ভারতে বসবাসকারী বহু মানুষই জানেন না যে ভারতের জাতীয় খাবার আছে। হ্যাঁ, জাতীয় গান, পশু, ফুল, খেলার মত জাতীয় খাবারও আছে।
advertisement
1/6

চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
advertisement
2/6
ভারতে বসবাসকারী বহু মানুষই জানেন না যে ভারতের জাতীয় খাবার আছে। হ্যাঁ, জাতীয় গান, পশু, ফুল, খেলার মত জাতীয় খাবারও আছে।
advertisement
3/6
ভারতের জাতীয় খাবার হল খিচুরি। এটি সমগ্র ভারত জুড়ে রান্না করা হয় এই খাবার। চালেডালে তৈরি এই খাবার ছোট-বড় সকলের প্রিয়।
advertisement
4/6
খিচুড়ি ছাড়া বাঙালির বর্ষাকাল অসম্পূ্র্ণ ৷ স্বাদকোরকের পাশাপাশি পুষ্টিমূল্যের সঙ্গেও এই খাবারের সম্পর্ক গভীর৷ খিচুড়ি হল সহজপাচ্য একটি খাবার।
advertisement
5/6
খিচুড়ি থেকে শর্করা, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাসিয়াম পায় আমাদের শরীর ৷ সব্জি যোগ করলে আরও বেড়ে যায় এর খাদ্যগুণ ৷
advertisement
6/6
আয়ুর্বেদ মতে যে ত্রিদোষ, সেই বায়ু, পিত্ত ও কফ-কে নিয়ন্ত্রণে রাখে খিচুড়ি ৷ তাই আয়ুর্বেদশাস্ত্রে খিচুড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ভারতের জাতীয় খাবার কী? রান্নাও হয় চটজলদি, উত্তর কিন্তু চমকে দেবে!