Knowledge Story: ধুন্দুল তো খান! বলুন তো, এর ইংরেজি নাম কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story What Is The English Name Of Vegetable Dhundul: ধুন্দুলের সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। তেমন বিষয় হল ধুন্দুলের ইংরেজি কী আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম কী?
advertisement
1/7

আমাদের রান্নাঘরে রকমারি সবজির মধ্যে অন্যতম হল ধুন্দুল। ব্যবহার কম হলেও এই সবজির সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এই সবজি সারা বছরই পাওয়া যায়।
advertisement
2/7
ধুন্দুল একটি সুস্বাদু সবজি। কাঁচা ফল সবজি হিসাবে ব্যবহার হয়। শুকনো ধুন্দুল গা ঘঘসার জন্য এবং রান্না ঘরে বাসন-বেসিন পরিস্কার করার কাজেব্যবহার করা হয়।
advertisement
3/7
ধুন্দুলে আছে ইনসুলিন যা ডায়াবেটিক নিরাময়ে সহায়তা করে। মানব দেহে অতিরিক্ত কোলেসট্রল এবং মেদ কমাতে সহায়তা করে। খাদ্য হজমে এবং জন্ডিস রোগ সারাতে সাহায্য করে।
advertisement
4/7
ধুন্দলে আছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এবং বি- ভিটামিন। অ্যান্টি অকসিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, কার্ডিওপ্রোটেকটিভ, নেফরোপ্রোটেকটিভ, অ্যান্টিক্যান্সার, অ্যান্টি আলসার, গ্যাসট্রোপ্রোটেকটিভ,লাইপোলিপিডেমিক, পোটোপ্রোটেকটিভ, হাইপোলিপিডেমিক।
advertisement
5/7
ক্যালরির পরিমাণ অনেক কম এবং ফোলেট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় হার্টের ভাল রাখে। এতে থাকা ফাইবার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় । এই সবজি দৃষ্টিশক্তি ভালা রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি উন্নত করে।
advertisement
6/7
ধুন্দুলের এত উপকারিতা থাকা সত্ত্বেও এই সবজি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। তেমন বিষয় হল ধুন্দুলের ইংরেজি কী আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম কী?
advertisement
7/7
ধুন্দুলকে অনেকে ইংরেজিতে Dhundul বলে থাকে। তবে ধুন্দুলের আসল ইংরেজি নাম হল Zucchini (জুচিনি)। আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম হল Luffa Aegyptiaca।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ধুন্দুল তো খান! বলুন তো, এর ইংরেজি নাম কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই