ট্রেনের কামরায় উঠে এলেন GRP অফিসার...! মহিলা যাত্রী হঠাৎ ফিসফিসিয়ে 'কিছু' বললেন, শুনতেই ঘাম ছুটল ইন্সপেক্টরের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতীয় রেলের মাধ্যমে তাঁদের গন্তব্যে পৌঁছন। কম খরচে গন্তব্যে পৌঁছতে বা অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাটে সফর করতে ট্রেনের মতো ভাল মাধ্যম আর দুটি নেই। কিন্তু ট্রেনের কামরা ও স্টেশনে আমাদের যাত্রাপথে আমাদের আশেপাশেই ঘটে যায় এমন অনেক ঘটনা যা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়।
advertisement
1/11

প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতীয় রেলের মাধ্যমে তাঁদের গন্তব্যে পৌঁছন। কম খরচে গন্তব্যে পৌঁছতে বা অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাটে সফর করতে ট্রেনের মতো ভাল মাধ্যম আর দুটি নেই। কিন্তু ট্রেনের কামরা ও স্টেশনে আমাদের যাত্রাপথে আমাদের আশেপাশেই ঘটে যায় এমন অনেক ঘটনা যা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়।
advertisement
2/11
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে। যা সামনে আসতেই তোলপাড় পরে গিয়েছে গোটা দেশে। সোশ্যাল মিডিয়ায়ও উঠেছে ঝড়। ঠিক কী ঘটেছিল ট্রেনের কামরায়? শুনলে আঁতকে উঠবেন আপনি।
advertisement
3/11
প্রয়াগরাজে যখন সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন এসে ২ নম্বর প্ল্যাটফর্মে থামে সেই সময়ই হঠাৎ হুড়মুড়িয়ে ট্রেনে উঠে আসে জিআরপির টিম। ট্রেনের কামরায় কামরায় ছড়িয়ে পড়েন তাঁরা। আর তখনই ধরা পরে এক বিরাট ভয়ঙ্কর কারবার।
advertisement
4/11
এক এক করে ট্রেনের স্লিপার কোচ থেকে ৪ জন ও জেনারেল কামরা থেকে ১১ জন অল্পবয়সি বাচ্চাকে উদ্ধার করে জিআরপি। জানা যায় তাদের সকলকেই মাদ্রাসায় পড়াশোনার নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
5/11
১৫টি শিশুকে নিরাপদে ট্রেন থেকে নামানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া শিশুদের বয়স ১০ থেকে ১৭ বছর। তাদের কারও কাছেই কোনও বৈধ কাগজপত্র নেই। শুধু তাই নয় ওই অল্পবয়সি বাচ্চারা সকলেই জানায় যে ঠিকাদার তাদের পড়াশোনার জন্য নিয়ে যাচ্ছে।
advertisement
6/11
এদিকে এই তল্লাশির সময় একটি কামরায় ঢুকতেই সেখানে বসে থাকা মহিলা মৃদুস্বরে জিআরপি আধিকারিককে কিছু একটা বলেন। মহিলাটি জিআরপি ইন্সপেক্টরকে যা বলেন তা শুনতেই স্তব্ধ হয়ে যায় গোটা ট্রেনের কামরা। মুহূর্তে চমকে ওঠেন অফিসার। কী এমন বলেন ওই মহিলা?
advertisement
7/11
ওই মহিলা এবং তাঁর সঙ্গী জানান যে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তাঁর নিজের সন্তানও রয়েছে। যা শোনামাত্র গোটা কোচে নেমে আসে নীরবতা। জিআরপি ইন্সপেক্টর আওয়ালেশ কুমার সিং বলেন বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের পরেই উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
8/11
প্রয়াগরাজ জংশন রেলস্টেশনের এই যৌথ অভিযানের পর জিআরপি এবং আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে মাদ্রাসায় পড়ার নামেই ওই শিশুদের লুধিয়ানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
9/11
যদিও যার বিরুদ্ধে আসল অভিযোগ, মানব পাচারের সেই মূল চক্রী, ঠিকাদার এখনও পলাতক। প্রসঙ্গত, যে এনজিও জিআরপি-কে এই মানব পাচারের বিষয়ে আগাম তথ্য দিয়েছিল সেই 'আস্থা মহিলা ও বাল বিকাশ সংস্থার' প্রোগ্রাম ম্যানেজার দিব্যা প্রকাশ শুক্লা আগেই এই বিষয়ে সতর্ক করেছিল জিআরপি-কে।
advertisement
10/11
জিআরপি সূত্রে খবর, প্রয়াগরাজের আগেই মির্জাপুরে জিআরপির টিম একটি চেকিং অভিযান চালায়। কিন্তু ট্রেনটি সেখানে মাত্র ২ মিনিটের জন্য থামে বলে শিশুদের উদ্ধার করা যায়নি।
advertisement
11/11
তারপর ট্রেনটি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত অফিসারকে তথ্য দেওয়া হয়। এরপর ট্রেনটি প্রয়াগরাজ জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর আগেই জিআরপি এবং আরপিএফ কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন এবং ১৫ জনকেই উদ্ধার করে নেন।