Knowledge Story: বৃষ্টির সঠিক ইংরেজি কি? Rain নয় কিন্তু! ৯৯ শতাংশ মানুষ ভুল জানেন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Knowledge Story: এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাথার ঘাম ছুটেছে বহু মানুষের! আপনি জানেন তো বৃষ্টির সঠিক ইংরেজি? পড়ুন
advertisement
1/8

বৃষ্টির ইংরেজি কত রকমের আছে জানেন? আপনি কী শুধু রেন জানেন? তবে বৃষ্টির ইংরেজি সব সময় মোটেও রেন নয়! ৯৯ শতাংশ মানুষ বলতে পারেননি বৃষ্টির কতরকম ইংরেজি আছে। photo source collected
advertisement
2/8
বৃষ্টির এই ইংরেজি জানলে আপনি অবাক হবেন! বৃষ্টি পড়া যখন শুরু হয় তখন কী বলা হয়? রেন? না একেবারেই নয় তখন তাকে বলা হয় ইটস স্পিটিং (It's Spitting)! এরকমই সাত সাতটা ইংরেজি মানে রয়েছে বৃষ্টির! photo source collected
advertisement
3/8
ঝিরিঝিরি বৃষ্টি পড়াকে ইংরেজিতে বলা হয় ইটস ড্রিজিলিং (It's Drizzling)! it'S drizzling for the third times this week অর্থাৎ সপ্তাহে তিনবার ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে! photo source collected
advertisement
4/8
আবার যখন ঝমঝমিয়ে বা ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে ইংরেজি হবে ইটস পৌরিং রেন (It's Pouring Rain)! photo source collected
advertisement
5/8
যখন খুব জোড়ে এবং বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন এর ইংরেজি হবে ইটস ল্যাশিং ডাউন (it's lashing down)! যেমন ইটস ল্যাশিং ডাউন আউটসাইড! এরকম হবে বাক্য গঠন! photo source collected
advertisement
6/8
শিলা বৃষ্টি হলে আমরা ইংরেজিতে বলবো ইটস হেইলিং (It's hailing)! যেমন বাক্য গঠনে বলবো, ইটস হেইলিং, ডোন্ট গো আউটসাইড!photo source collected
advertisement
7/8
যখন টানা বৃষ্টি হচ্ছে, থামছেই না তখন বলবো, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস (it's raining cats and dogs)! বাক্য গঠনে বলবো যেমন, মাই হেয়ার ইজ কমপ্লিটলি ওয়েট বিকজ ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড! মুষলধারে বৃষ্টি বোঝাতে ব্যবহার হবে! photo source collected
advertisement
8/8
আর যখন এমনিতেই বৃষ্টি পড়বে তখন তো আমরা সবাই জানি কী বলতে হবে! ইটস রেইনিং (it's Raining)! অর্থাৎ বৃষ্টির ধরন অনুযায়ী বদলে যাবে বৃষ্টির ইংরেজি মানে। শুধু রেইন মানেই বৃষ্টি নয় কিন্তু! photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বৃষ্টির সঠিক ইংরেজি কি? Rain নয় কিন্তু! ৯৯ শতাংশ মানুষ ভুল জানেন!