TRENDING:

Knowledge Story: সাপের বিষের রং কী? কী থাকে বিষের মধ্যে! উত্তর অজানা অনকের কাছে

Last Updated:
Knowledge Story What is the color of snake venom: বলুন তো, সাপের বিষের রং কি? সাধারণত অনেকের ভাবনা থাকে সাপের বিষের রং নীল। কারণ সাপ কামড়ালে সেই অংশ নীল হয়ে যায়। কিন্তু আদতে সাপের বিষের রং নীল নয়।
advertisement
1/8
সাপের বিষের রং কী? কী থাকে বিষের মধ্যে! উত্তর অজানা অনকের কাছে
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/8
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/8
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
advertisement
4/8
বলুন তো, সাপের বিষের রং কি? সাধারণত অনেকের ভাবনা থাকে সাপের বিষের রং নীল। কারণ সাপ কামড়ালে সেই অংশ নীল হয়ে যায়। কিন্তু আদতে সাপের বিষের রং নীল নয়।
advertisement
5/8
সাপের বিষের রং অনেকটা তখনই নির্ধারণ করা যায় যখন এটকি কোনও কাচের পাত্রে বা শিশিতে রাখা হয়। তা ছাড়া সাপ দেখে বা অন্য কোনও উপায়ে সাপের বিষের রং নির্ধাণ করা সহজ বিষয় নয়।
advertisement
6/8
এবার আসা যাক উত্তরে। বেশিরভাগ সাপের বিষের রং হলুব বা হাল্কা হলুদ রঙের হয়ে থাকে। তবে কিছু সাপের বিষ সাদা রঙের এবং কখনও কখনও সাপের বিষে হলুদের সঙ্গে হালকা সবুজের আভা থাকে।
advertisement
7/8
সাপের বিষে কী থাকে তা নিয়েও সাধারণ মানুষের কৌতুহল কম নয়। জানা গিয়েছে, সাধারণত থাকে প্রোটিন, পেপটাইড ও অন্যান্য রাসায়নিক পদার্থ। প্রোটিন এনজাইম এবং অন্যান্য পদার্থের মিশ্রণ এটিকে আরও বিষাক্ত করে।
advertisement
8/8
বিজ্ঞানীদের মতে, সাপের বিষে রঙের উপাদান অনেকাংশে নির্ভর করে L-Amino Acid Oxidase-এর উপরে। তবে সাধারণ লোকালয়ে বা বাড়িতে যে সাপ দেখা যায় ও বন্য সাপের বিষের রং আলাদা হতে পারে বলেই মনে করেন বিজ্ঞানীরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: সাপের বিষের রং কী? কী থাকে বিষের মধ্যে! উত্তর অজানা অনকের কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল