Knowledge Story: পেনের বাংলা তো কলম, কিন্তু পেনসিলের বাংলা কী বলুন তো? উত্তর অজানা ৯০ শতাংশের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Do You Know The Bengali Meaning Of Pencil: পেনের বাংলা কলম সেটা আমরা সকলেই জানি। কিন্তু পেন্সিলের বাংলা খুব কম মানুষই জানেন। বেশির ভাগ মানুষই এর সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।
advertisement
1/6

বাংলায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলি বহুল প্রচলিত হলেও সেগুলি আদতে ইংরেজি শব্দ। সেই তালিকায় রয়েছে কাপ, প্লেট, চেয়ার, টেবিল, বাস, ট্যাক্সি, ট্রেন আরও কত কী।
advertisement
2/6
বাচ্চারাও ছোট বেলায় লেখাপড়ার ক্ষেত্রে কিছু জিনিস ব্যবহার করে সেগুলিও ইংরেজি শব্দ। যেমন পেনসিল, শ্লেট, চক। এর মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যেগুলির বাংলা অনেকের অজানা।
advertisement
3/6
তারমধ্যে অন্যতম হল পেনসিল। পেনের বাংলা কলম সেটা আমরা সকলেই জানি। কিন্তু পেন্সিলের বাংলা খুব কম মানুষই জানেন। বেশির ভাগ মানুষই এর সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।
advertisement
4/6
কাঠের পাতলা আকৃতির মধ্যে সূক্ষ্ম শীষ ঢুকিয়ে তৈরি করা হয় এই পেনসিল। আর এই পেনসিলের মধ্যকার অংশটি গ্রাফাইটের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। পেনসিলের শিস ভেঙে গেলে তা ছুলেও নেওয়া যায়।
advertisement
5/6
কেন হঠাৎ পেনসিলের বিবরণ দিলাম ভাবছেন? আসলে এর মধ্যেই লুকিয়ে রয়েছে পেনসিলের আসল বাংলা মানে। চলুন এবার জেনে নেওয়া যাক ইংরেজি শব্দ পেনসিলের সঠিক বাংলা কী।
advertisement
6/6
পেনসিলের বাংলা হল শিসযুক্ত লেখনী৷ এখন কেউ যদি আপনাকে পেন্সিলের বাংলার অর্থ জানতে চান খুব সহজেই বলতে পারবেন। আর পাল্টা আপনিও মজার ছলে এই প্রশ্ন অন্যদের করতে পারবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: পেনের বাংলা তো কলম, কিন্তু পেনসিলের বাংলা কী বলুন তো? উত্তর অজানা ৯০ শতাংশের